২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পরীমণির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে?

পরীমণি - ছবি : সংগৃহীত

বোট ক্লাব বিতর্কে আলোচনায় আসা চিত্রনায়িকা পরীমণিকে আপাতত সতর্ক করবে চলচ্চিত্র পরিচালকদের সংগঠন চলচ্চিত্র পরিচালক সমিতি। এরপরও যদি তিনি সতর্ক না হয়ে ‘অনিয়ন্ত্রিত’ জীবন যাপন করেন তবে তাতে চলচ্চিত্র সংগঠনগুলোর সমর্থন থাকবে না। প্রয়োজনে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থারও বিধান রয়েছে বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান। গতকাল নয়া দিগন্তের সাথে সাক্ষাৎকারে একাধিক ব্যবসা সফল সিনেমার এই পরিচালক এসব কথা জানান।

বোট ক্লাব ও অল কমিউনিটি ক্লাবের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পরিমণির ঘটনায় আমরাও কিছুটা বিব্রত। তার বিরুদ্ধে এর আগেও কিছু অভিযোগ এসেছিল কিন্তু আমরা তাকে সতর্ক করিনি। কিন্তু এখন মনে হচ্ছে চলচ্চিত্রের স্বার্থে সতর্ক করা উচিত। কারণ পরীমণি বিশ্বের নামকরা নায়িকাদের একজন। তার ভালো কাজে চলচ্চিত্র শিল্প যেমন প্রশংসিত হয় তেমনি খারাপ কিছু হলে বদনাম হয়। তাই আমরা তাকে সংশোধনের সুযোগ দিতে চাই। এতে যদি তিনি ভুল বুঝতে পেরে নিজেকে সংশোধন করেন তবে আমরা তার পাশে আছি, থাকব। আর যদি তা না করেন তবে তার দায় তাকেই নিতে হবে।

বোট ক্লাব ঘটনার বিচার দাবি করে তিনি বলেন, একজন শিল্পীকে সেখানে কাজের কথা বলে নিয়ে হেনস্তা করা হয়েছে। এটি নিন্দনীয়। আমরা এর বিচার চাই। যাতে করে এরকম ঘটনা আর কারো ক্ষেত্রে না ঘটে। যদিও ঘটনার বিষয়ে পরীমণি আমাদের অবহিত করেননি। করলে আমরা শুরু থেকেই পাশে থাকতাম। তারপরও যেহেতু তিনি প্রফেশনাল কাজে গিয়ে অপ্রতিকর ঘটনার শিকার হয়েছেন তাই আমরা তার পাশে থাকব। কারণ কারো বিপদে পাশে থাকা সংগঠনের দায়িত্ব। তবে এখানে তারও কিছু ভুল আছে জানিয়ে এই নেতা বলেন, এত রাতে তিনি সেখানে না গিয়ে অন্য সময়েও এ বিষয়ে আলোচনায় বসতে পারতেন। তার উচিত হলো ব্যালেন্স রেখে চলা।

গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ভিডিও দেখে অমরা বিষয়টি অবহিত হয়েছি। যদিও এটা তার ব্যক্তিগত তারপরও সে আমাদের শিল্পী। তাই আমরা তার পাশে থাকব। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব ঘটনায় তার বিরুদ্ধে যদি আইনি পদক্ষেপ নেয়া হয় এবং তদন্তে তিনি অপরাধী প্রমাণিত হন তবে আমরা তার সাথে থাকব কি না এ নিয়ে শিল্পী সমিতিসহ আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেবো। তিনি বলেন, সতর্কতার পরও যদি কেউ অনিয়ন্ত্রিত জীবন যাপন করেন তবে সে দায় তার একার। আমাদের নয়। এতে আমাদের সমর্থন থাকবে না। এ দিকে পরীমণির বিরুদ্ধে নতুন করে বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে। ক্লাবের সভাপতি রুবেল আজিজের অভিযোগ, ৭ মাস আগে বনানী ক্লাবে একটি প্রাইভেট পার্টিতে ভাঙচুর করেন পরীমণি। এ বিষয়ে স্বনামধন্য এই পরিচালক বলেন, বিষয়টি আগে তিনি জানতেন না। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেয়া হলে তারা তা পর্যবেক্ষণ করবেন। এরপর সংগঠনগুলোর সাথে আলোচনা সাপেক্ষে করণীয় ঠিক করবেন।

উল্লেখ্য, গত রোববার রাতে নিজের ফেসবুক পেজে নিজেকে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেন পরীমণি। বোট ক্লাবের ঘটনার পর গত বুধবার পরীমণির বিরুদ্ধে রাজধানী গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ ওঠে। সে দিন রাতে গণমাধ্যমকে পরীমণি জানান, তিনি অল কমিউনিটি ক্লাবে গিয়েছিলেন সত্যি, কিন্তু অপ্রীতিকর কোনো ঘটনা ঘটানটি। এর পরই নতুন করে বনানী ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠল।


আরো সংবাদ



premium cement
কুলাউড়ায় ‍বৃদ্ধ নারীর লাশ উদ্বার সাংবাদিক নূরুল কবিরকে বিমানবন্দরে হয়রানি : জামায়াতের উদ্বেগ সরিষাবাড়িতে বন্ধ পাটকল চালুর দাবিতে মানববন্ধন পবিপ্রবিতে রাতভর র‌্যাগিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহিষ্কার ৭ ভালুকায় মহাসড়কের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার ‘ইসলামী সমাজ ব্যবস্থার মূলমন্ত্র বৈষম্যমুক্ত’ সম্পাদক নূরুল কবিরকে হয়রানির ঘটনায় তদন্ত শুরু আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলায় শ্রমিক লীগের সাবেক সভাপতি গ্রেফতার ফেনীতে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ দু’জনকে জামায়াতের আর্থিক সহায়তা চকরিয়ায় ডাম্পারের সাথে সংঘর্ষে মোটরসাইকেলআরোহী নিহত কুবিতে নৈশপ্রহরী-কর্মচারীদের শীতবস্ত্র উপহার শিবিরের

সকল