২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আবার ছোট পর্দায় ফিরছেন মাহিরা খান

আবার ছোট পর্দায় ফিরছেন মাহিরা খান - ছবি : সংগৃহীত

পাকিস্তানের মাহিরা খান চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে বেশ প্রসিদ্ধ এখন। তবে তার জনপ্রিয়তার শুরুটা হয়েছিল ছোট পর্দায় অভিনয় গুণে। ‘হো মান জাহান’ এবং ‘রইস’ টিভি সিরিয়ালে ‘খিরাদ’ ও ‘শানো’ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য তখন ব্যপক দর্কশ প্রিয়তা পেয়েছিলেন তিনি।

সম্প্রতি ‘হাম নেটওয়ার্ক’-এর ১৬ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে মাহিরা তার অভিনয়ের যাত্রা সম্পর্কে কথা বলেছেন। চলতি বছর তার অভিনয়ের এক দশক পূর্ণ হয়েছে। করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন আইসোলেশনে থাকার পর সম্প্রতি তিনি জনসমূখে এসে কোনে অনুষ্ঠানে যোগ দিয়েছেন।

তিনি বলেন, ওই সময়টা খুবই খারাপ ছিল, তবে সময়টাকে সুযোগ হিসেবে ধরে ভালো কিছু স্ক্রিপ্ট পড়া হয়েছে।

মাহিরা বলেন, আমি আবার নাটকে ফিরতে চাই। কারণ ‘হাম টিভির’ মাধ্যমে আমার কাছে এই যাত্রাটা ছিল যাদুর মতো। আমার ক্যারিয়ার এবং ব্যক্তিজীবনের মোড় ঘুড়িয়ে দিয়েছিল ‘হামসফর’। তিনি বলেন, ২০২১ সালে ‘হামসফর’-এর ১০ বছর পূর্ণ হবে। পাশাপাশি আমার অভিনয় জীবনেরও একদশক পূর্ণ হবে।’

এসময় তিনি হাম টিভির প্রশংসা করে বলেন, এই টিভির মাধ্যমেই আবার আমি ছোট পর্দায় ফিরতে চাই।

সূত্র : ডন


আরো সংবাদ



premium cement