১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ক্যান্সারে মারা গেলেন ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত সুপার হিরো চ্যাডউইক

-

কোলোন ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৪৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন হলিউডের ‘ব্ল্যাক প্যান্থার’ খ্যাত সুপার হিরো চ্যাডউইক বোসম্যান।

চ্যাডউইকের মুখপাত্র নিকি ফিওরাভান্তে’র বরাতে এপি জানিয়েছে, শুক্রবার লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন হলিউডের এই সুপারস্টার।

গত চার বছর ধরে কোলোন ক্যান্সারের সাথে লড়াই করছিলেন তিনি।

জানা যায়, ২০১৬ সালে কোলোন ক্যান্সার ধরা পড়লেও এ বিষয়ে কখনোই প্রকাশ্যে কারো সাথে আলোচনা করেননি বোসম্যান।

শনিবার সকালে চ্যাডউইক বোসম্যানের টুইটার হ্যান্ডেল থেকে তার মৃত্যুর কথা জানিয়ে লেখা হয়, ‘গভীর দুঃখের সাথে জানাতে হচ্ছে যে চ্যাডউইক আর নেই। ২০১৬ সালে তার স্টেজ ৩ কোলোন ক্যান্সার ধরা পড়ে। পরে সেটি স্টেজ ৪–এ চলে যায়। তিনি গত চার বছর এই ক্যান্সারের সাথে লড়াই করেছেন। এই পরিস্থিতির মধ্যেও ভক্তদের জন্য বিভিন্ন চরিত্র উপহার দিয়েছেন সত্যিকারের এই যোদ্ধা।’

২০১৮ সালে সেরা সিনেমা হিসেবে অস্কার জয় করেছিল চ্যাডউইক বোসম্যান অভিনীত ‘ব্ল্যাক প্যান্থার’। যা ছিল প্রথম সুপার হিরো সিনেমার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জয়।

এই ছবিতে অভিনয়ের জন্য রীতিমতো অধ্যাবসায় করেছিলেন চ্যাডম্যান, কারণ কৃষ্ণাঙ্গদের সুপার হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার এই সুযোগ তার কাছে ছিল স্বপ্নের মতো।

মার্ভেলের তৈরি ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমাটি রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল বক্স অফিসেও।

এর আগে ২০১৩ সালে মার্কিন বেসবল কিংবদন্তি জ্যাকি রবিনসনের বায়োপিক ‘ফরটি টু’ করে প্রশংসিত হন বোসম্যান।


আরো সংবাদ



premium cement
গলাচিপায় চুরির অভিযোগে মারধরের ৬ দিন পর প্রতিবন্ধীর মৃত্যু মঠবাড়িয়ায় ২১ বছরের পলাতক আসামি খাগড়াছড়ি থেকে গ্রেফতার সব কলেজে আবু সাঈদ ও মুগ্ধ ট্রাস্ট স্কলারশিপ চালু করা হবে তুলসি গ্যাবার্ড যুক্তরাষ্ট্রের সবক’টি গোয়েন্দা সংস্থার প্রধান আন্তর্জাতিক ভূরাজনৈতিক সম্মেলন শনিবার, উদ্বোধনী ভাষণ দেবেন ড. ইউনূস মাদানী নগর মাদরাসার দু’দিনব্যাপী ইসলাহী জোড় শুরু শাহজাদপুরের সাবেক এমপি কবিতা ও চয়নের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা বাংলাদেশর এক ইঞ্চি মাটিও কাউকে দখল করতে দেয়া হবে না : শফিকুল ইসলাম মাসুদ বরগুনায় ইয়াবা ও অর্ধ লাখ টাকাসহ ২ মাদককারবারি আটক চাটমোহরে ভাসমান লাশ উদ্ধার আইনশৃঙ্খলা রক্ষায় আমরা সফল : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল