২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এন্ড্রু কিশোরের চার গানের ম্যাশআপে সাহিনা

শিল্পী ইতি সাহিনা - ছবি : সংগৃহীত

এই সময়ের জনপ্রিয় শিল্পী ইতি সাহিনা। এরই মধ্যে তার বেশ কিছু গান পেয়েছে জনপ্রিয়তা। সব সময় চেষ্টা করেন নতুন কিছু করার জন্য। তারই ধারাবাহিকতায় এন্ড্রু কিশোরকে শ্রদ্ধা জানিয়ে একটি গান প্রকাশ করেছেন এই শিল্পী।

প্রখ্যাত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর স্মরণে তার গাওয়া জনপ্রিয় চারটি গানের ম্যাশআপ নিয়ে এসেছেন ইতি সাহিনা। চারটি গানের মধ্যে রয়েছে- তুমি মোর জীবনের ভাবনা, তুমি আমার কত চেনা, কি জাদু করিলা, তোমার বুকের মধ্যখানে।

এরই মধ্যে গানটি সাহিনা হকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। এই ম্যাশআপটি নতুন করে সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। স্টুডিও ভার্সনের এই গানটি এরই মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

এ প্রসঙ্গে সাহিনা বলেন, এন্ড্রু কিশোর আমাদের বাংলা গানের কিংবদন্তি। গুণী এই শিল্পীর প্রতি শ্রদ্ধা রেখে তার চারটি গান দিয়ে একটি ম্যাশআপ করেছি। আশা করছি দর্শক-শ্রোতাদের গানটি ভালো লাগবে।’

অন্যদিকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে জাতীয় শোক দিবসে প্রকাশিত হলো তার করা একটি কভার সং, যেটির মূল শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়।


আরো সংবাদ



premium cement