২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

২৯ বছর পর হেনার দেখা পেলেন বাপ্পারাজ

হেনা খ্যাত শাবনাজের দেখা পেয়েছেন বাপ্পারাজ - ছবি : নয়া দিগন্ত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘চাচা, হেনা কোথায়?’ ভাইরাল সংলাপটির হেনা খ্যাত শাবনাজের দেখা পেয়েছেন বাপ্পারাজ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) অভিনেতা নাঈমের টাঙ্গাইলের বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বাপ্পারাজসহ সিনেমার অনেকেই আমন্ত্রিত অতিথি ছিলেন। এ সময় নাঈমের সাথে থাকা শাবনাজকে দেখে বাপ্পারাজ আবেগাপ্লুত হয়ে পড়েন।

বাপ্পারাজ ও শাহনাজ দু’জনে কুশল বিনিময় করেন। দু’জনেই আনন্দে অশ্রুসজল হয়ে যান। এরপর তারা হাসি আড্ডায় হারিয়ে যান ভিন্ন জগতে। এ সময় একপর্যায়ে নাঈমকে বাপ্পারাজ জিজ্ঞেস করেন ‘নাঈম ভাই হেনা কোথায়? নাঈমের উত্তর, ‘বাপ্পা তুই অনেক দেরি করে ফেলেসিস। হেনার তো আমার সাথে অনেক আগে বিয়ে হয়ে গেছে’।

বাপ্পারাজ চিৎকার করে বলেন, ‘না আমি বিশ্বাস করি না।’ এ সময় বাপ্পারাজ নাঈমের পিঠ চাপড়াতে থাকেন। অন্যদিকে এ সময় অন্য অতিথিরা ‘প্রেমের সমাধি ছেড়ে’ গানটি পরিবেশন করেন। এর ভিডিও চিত্রনায়ক ও সানি ও কায়েস আরজু তাদের ফেসবুকে প্রকাশ করেছেন। এ ভিডিওটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

‘প্রেমের সমাধি’ সিনেমাটি নির্মাণ করেছিলেন ইফতেখার জাহান। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। সম্প্রতি ভাইরাল হওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমার সেই ভিডিও ক্লিপে দেখা যায়, ‘সিনেমার একপর্যায়ে নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘ দিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়িতে যন। সেখানে গিয়ে দেখেন হেনার বাড়ি সাজানো।

বকুল হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা, কথা বলছেন না যে। চুপ করে আছেন কেন?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন দিশেহারা হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।’

উল্লেখ্য, ১৯৯৬ সালে মুক্তি পায় ‘প্রেমের সমাধি’ সিনেমা। এতে অভিনয় করেছিলেন আনোয়ার হোসেন ও বাপ্পারাজ। আর সিনেমায় হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ।


আরো সংবাদ



premium cement
বন্দী শিরি বিবাসের পরিবর্তে ‘গাজার এক নারীর’ লাশ দিয়েছে হামাস, দাবি নেতানিয়াহুর কালীগঞ্জে ইয়াবা ও গাজাসহ আটক ২ ভালুকায় ভেকুতে দুর্বৃত্তদের আগুন ক্লাসরুম মাতাবে প্রীতম ও ব্যান্ড লালন সীতাকুণ্ডে হত্যার পর সমুদ্রে ফেলে দেয়া জেলের লাশ উদ্ধার বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : হামিদুর রহমান আযাদ দামুড়হুদা সীমান্ত থেকে প্রায় ৩৪ লাখ টাকার রুপা উদ্ধার চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত ভাষার বইয়ের ওপর অনলাইন কন্টেন্ট ও লেকচার তৈরি করবে সরকার ‘একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে’ ২৪ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুর

সকল