২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

২৯ বছর পর হেনার দেখা পেলেন বাপ্পারাজ

হেনা খ্যাত শাবনাজের দেখা পেয়েছেন বাপ্পারাজ - ছবি : নয়া দিগন্ত

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ‘চাচা, হেনা কোথায়?’ ভাইরাল সংলাপটির হেনা খ্যাত শাবনাজের দেখা পেয়েছেন বাপ্পারাজ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) অভিনেতা নাঈমের টাঙ্গাইলের বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে বাপ্পারাজসহ সিনেমার অনেকেই আমন্ত্রিত অতিথি ছিলেন। এ সময় নাঈমের সাথে থাকা শাবনাজকে দেখে বাপ্পারাজ আবেগাপ্লুত হয়ে পড়েন।

বাপ্পারাজ ও শাহনাজ দু’জনে কুশল বিনিময় করেন। দু’জনেই আনন্দে অশ্রুসজল হয়ে যান। এরপর তারা হাসি আড্ডায় হারিয়ে যান ভিন্ন জগতে। এ সময় একপর্যায়ে নাঈমকে বাপ্পারাজ জিজ্ঞেস করেন ‘নাঈম ভাই হেনা কোথায়? নাঈমের উত্তর, ‘বাপ্পা তুই অনেক দেরি করে ফেলেসিস। হেনার তো আমার সাথে অনেক আগে বিয়ে হয়ে গেছে’।

বাপ্পারাজ চিৎকার করে বলেন, ‘না আমি বিশ্বাস করি না।’ এ সময় বাপ্পারাজ নাঈমের পিঠ চাপড়াতে থাকেন। অন্যদিকে এ সময় অন্য অতিথিরা ‘প্রেমের সমাধি ছেড়ে’ গানটি পরিবেশন করেন। এর ভিডিও চিত্রনায়ক ও সানি ও কায়েস আরজু তাদের ফেসবুকে প্রকাশ করেছেন। এ ভিডিওটি এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

‘প্রেমের সমাধি’ সিনেমাটি নির্মাণ করেছিলেন ইফতেখার জাহান। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। সম্প্রতি ভাইরাল হওয়া ‘প্রেমের সমাধি’ সিনেমার সেই ভিডিও ক্লিপে দেখা যায়, ‘সিনেমার একপর্যায়ে নায়ক বকুল (বাপ্পারাজ) দীর্ঘ দিন পর বাড়ি ফিরে তার প্রেমিকা হেনার (শাবনাজ) বাড়িতে যন। সেখানে গিয়ে দেখেন হেনার বাড়ি সাজানো।

বকুল হেনার বাবাকে জিজ্ঞেস করেন, ‘চাচা, বাড়িঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? চাচা, কথা বলছেন না যে। চুপ করে আছেন কেন?’ জবাবে চাচা বলেন, ‘হেনাকে তুমি ভুলে যাও, হেনার বিয়ে হয়ে গেছে।’ বকুল তখন দিশেহারা হয়ে বলেন, ‘না না, হেনার বিয়ে হতে পারে না। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না।’

উল্লেখ্য, ১৯৯৬ সালে মুক্তি পায় ‘প্রেমের সমাধি’ সিনেমা। এতে অভিনয় করেছিলেন আনোয়ার হোসেন ও বাপ্পারাজ। আর সিনেমায় হেনা চরিত্রে অভিনয় করেছিলেন শাবনাজ।


আরো সংবাদ



premium cement
ডিসেম্বরে নির্বাচন আয়োজনে ইসি কতটা প্রস্তুত বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

সকল