১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১, ১১ শাবান ১৪৪৬
`

একতারার বর্ষপূর্তিতে যুক্তরাষ্ট্রে পারফরম্যান্স করবেন জায়েদ খান

চিত্রনায়ক জায়েদ খান। - ছবি : সংগৃহীত।

দীর্ঘদিন ধরে আমেরিকায় আছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। গত বছরের মাঝামাঝি সময় থেকে এই নায়ক ভিনদেশে স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তারই ধারাবাহিকতায় এবার আমেরিকার ফ্লোরিডা মাতাবেন তিনি। একতারার ১০ বছর পূর্তিতে বেশ কয়েকটি গানে আজ পারফরম্যান্স করবেন বলে দূর দেশ থেকে বলে জানিয়েছেন জায়েদ খান।

তিনি বলেন, বিদেশের মাটিতে বাংলাদেশীদের নিয়ে গঠিত একতারার ১০ বছর পূর্তিতে প্রথমবারের মতো দেশের কোনো নায়ক হিসেবে আমি অংশ নিচ্ছি। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানাই আয়োজক ইমরান জনিকে।

গত বছরের মাঝামাঝি সময় নিউইয়র্কে যান ঢালিউড নায়ক জায়েদ খান। এরপর আর দেশে ফেরেননি, সেখানেই বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন এই অভিনেতা।

জানা গেছে, নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানা’য় যোগ দিয়েছেন জায়েদ খান। সেখানে প্রথমবারের মতো উপস্থাপক হিসেবে দেখা যাবে এই নায়ককে। একটি টকশো উপস্থাপনা করবেন, যেখানে শোবিজ ও চলচ্চিত্রের তারকারা উপস্থিত থাকবেন। শিগগিরই এটি প্রচারে আসবে বলে জানিয়েছেন জায়েদ খান।


আরো সংবাদ



premium cement