২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

সাইফ আলি খানের ওপর হামলাকারী ব্যক্তি কি আসলেও বাংলাদেশী?

শরিফুল ইসলামকে রবিবার বান্দ্রা কোর্টে পেশ করা হচ্ছে। - ছবি : সংগৃহীত

ভারতের মুম্বাইতে বলিউড তারকা সাইফ আলি খানের বাড়িতে ঢুকে হামলা চালানোর ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে পুলিশ যাকে গ্রেফতার করেছে, সেই ব্যক্তি বাংলাদেশী নাগরিক কিনা তা নিয়েই এখন সন্দেহ দেখা দিয়েছে।

রোববার ভোরে মুম্বাইয়ের কাছে থানের একটি গভীর ম্যানগ্রোভ জঙ্গলের ভেতর থেকে শরিফুল ইসলাম শেহজাদ নামে ওই ব্যক্তিকে আটক করার কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক সম্মেলন করে মুম্বাই পুলিশ ঘোষণা করেছিল, আটক ব্যক্তি একজন ‘অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী’ বলেই তারা প্রাথমিক তদন্তে জানতে পেরেছে।

কিন্তু পরে তাকে আদালতে পেশ করা হলে যে দু’জন আইনজীবী তার হয়ে সওয়াল করেছেন তারা দু’জনেই দাবি করেছেন ওই ব্যক্তি বাংলাদেশী নাগরিক এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

আইনজীবী সন্দীপ শেরখানে বলেছেন, ‘আমার ক্লায়েন্ট যে বাংলাদেশী নাগরিক, পুলিশ তার কোনো প্রমাণই দেখাতে পারেনি।’

তিনি আরো দাবি করেন, শরিফুল ইসলাম বিগত বহু বছর ধরে মুম্বাইতে নিজের পরিবারের সাথেই বসবাস করছেন। ফলে মাত্র কয়েক মাস আগেই তিনি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছেন এই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন।

আটক শরিফুল ইসলামের অপর আইনজীবী দীনেশ প্রজাপতিও জানান, ওই ব্যক্তির কাছ থেকে এমন কোনো নথি পুলিশ উদ্ধার করতে পারেনি যার ভিত্তিতে তাকে বাংলাদেশী বলে চিহ্নিত করা যায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে নিজের বাড়িতেই আক্রান্ত হন বলিউড অভিনেতা সাইফ। ছুরির আঘাতে মারাত্মক জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনার তিন দিন পর, রোববার ভোরে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

সূত্র : বিবিসি বাংলা


আরো সংবাদ



premium cement
ভালুকায় ভেকুতে দুর্বৃত্তদের আগুন ক্লাসরুম মাতাবে প্রীতম ও ব্যান্ড লালন সীতাকুণ্ডে হত্যার পর সমুদ্রে ফেলে দেয়া জেলের লাশ উদ্ধার বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : হামিদুর রহমান আযাদ দামুড়হুদা সীমান্ত থেকে প্রায় ৩৪ লাখ টাকার রুপা উদ্ধার চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত ভাষার বইয়ের ওপর অনলাইন কন্টেন্ট ও লেকচার তৈরি করবে সরকার ‘একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে’ ২৪ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুর একুশের সাথে আমার আত্মিক সম্পর্ক রয়েছে : প্রধান বিচারপতি মির্জাগঞ্জ প্রেস ক্লাবের কমিটি গঠন

সকল