২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

ছাদের টাইলস ধসে আহত অর্জুন কাপুর

বলিউড অভিনেতা অর্জুন কাপুর - ছবি : সংগৃহীত

বলিউডে একের পর এক অঘটন ঘটেই চলেছে। নতুন বছর শুরু হতে না হতেই তারকাদের জীবনে ঘটছে নানা বিপত্তি। বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা, সড়ক দুর্ঘটনায় আমান জয়সাওয়ালের মৃত্যুর পর এবার আহত অর্জুন কাপুর। একটি সিনেমার শুটিং করার সময় এ দুর্ঘটনার শিকার হন এই অভিনেতা।

শনিবার (১৮ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অর্জুন ও ভূমি ভূমি পেডনেকর মুম্বাইয়ের রয়্যাল পামসের ইম্পেরিয়াল প্যালেসে তাদের আসন্ন ছবি ‘মেরে হাজব্যান্ড কি বিবি’র একটি গানের শুটিং করছিলেন। তখনই ধসে পড়ে ছাদের টাইলস। অর্জুন ছাড়াও এ ঘটনায় জখম হয়েছেন ছবির প্রযোজক জ্যাকি ভাগনানি, পরিচালক মুদাসসির আজিজ।

ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের অশোক দুবে জানান, যে বাড়িটিতে শুটিং হচ্ছিল সেটি বেশ পুরনো ও ভঙ্গুর। বেশ কিছু দিন ধরে সেখানে টানা শুটিং হচ্ছিল। লাগাতার শব্দের কম্পনে সম্ভবত নড়বড়ে বাড়িটি আরো নড়বড়ে হয়ে পড়ে। সে কারণেই এ দুর্ঘটনা।

তিনি আরো জানান, অর্জুন, ছবির পরিচালক, প্রযোজকের পাশাপাশি ছবির বাকি কলাকুশলীরাও অল্পবিস্তর আহত হয়েছেন। অশোক নিজেও কনুই ও মাথায় চোট পেয়েছেন। চিত্রগ্রাহক মনু আনন্দের বুড়ো আঙুল ভেঙে গেছে।

তবে কারো আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন তিনি।

গানটির নৃত্য পরিচালক বিজয় গঙ্গোপাধ্যায় বলেন, ‘আমরা মনিটর করছিলাম। হঠাৎ ছাদের একটি বড় অংশ ভেঙে পড়ে। ভাগ্যক্রমে পুরো ছাদ ভেঙে পড়েনি। পুরোটা আমাদের ওপর পড়লে আঘাত গুরুতর হতো।’


আরো সংবাদ



premium cement
বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যা

সকল