২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

সাইফের ওপর হামলাকারী যেভাবে গ্রেফতার হলো

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা - ছবি : সংগৃহীত

বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলাকারীর মুখ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল। তারপর থেকে লাগাতার অভিযুক্ত ওই যুবকের খোঁজে মাঠে নামে মুম্বাই পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত ওই যুবক।

জানা যায়, বান্দ্রা স্টেশনে তল্লাশির সময় ওই যুবকের খোঁজ পায় পুলিশ। সেই সময় ওই ব্যক্তি সেখানে ঘোরাফেরা করছিল বলে জানা গিয়েছিল। তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। তারপরই তাকে আটক করা হয়। চলছে জিজ্ঞাসাবাদ।

বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে সাইফের ওপরে হামলা হয়। অভিযুক্ত তাকে ছুরি দিয়ে একাধিক বার কোপ মারে। সূত্রের খবর, চুরির উদ্দেশ্যে ওই বাড়িতে ঢুকেছিল হামলাকারী। সাইফ তাকে বাধা দিতে গেলে তার ওপর হামলা চালায়। সাইফের শরীরে ছ’বার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বৃহস্পতিবার ভোরে।

বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তাকে জেনারেল বেডে স্থানান্তর করা হয়েছে। সেখান থেকে একটি বিশেষ কক্ষে স্থানান্তরিত করার পরই রেকর্ড বয়ান করা হবে অভিনেতার, জানিয়েছে মুম্বাই পুলিশ।

সাইফের বাড়ির দু’ কর্মীকে ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এক পরিচারিকাকে সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ। এই মুহূর্তে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে খান পরিবার। আপাতত খানিকটা একা থাকতে চাইছেন সাইফ-পত্নী কারিনা।

সূত্র : এবিপি


আরো সংবাদ



premium cement
ক্লাসরুম মাতাবে প্রীতম ও ব্যান্ড লালন সীতাকুণ্ডে হত্যার পর সমুদ্রে ফেলে দেয়া জেলের লাশ উদ্ধার বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : হামিদুর রহমান আযাদ দামুড়হুদা সীমান্ত থেকে প্রায় ৩৪ লাখ টাকার রুপা উদ্ধার চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত ভাষার বইয়ের ওপর অনলাইন কন্টেন্ট ও লেকচার তৈরি করবে সরকার ‘একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে’ ২৪ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুর একুশের সাথে আমার আত্মিক সম্পর্ক রয়েছে : প্রধান বিচারপতি মির্জাগঞ্জ প্রেস ক্লাবের কমিটি গঠন আত্মবিশ্বাসী আফগানিস্তানের সামনে দক্ষিণ আফ্রিকা

সকল