২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

সাইফ আলি খান -

দুষ্কৃতিকারীর ছুরিকাঘাত আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। ভারতের মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে তার অস্ত্রোপচার চলছে বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বুধবার রাত সাড়ে ৩টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। ডাকাতদের আটকাতে গিয়ে সাইফ আহত হন।

ঘটনার প্রাথমিক তদন্তের পর মুম্বাই পুলিশ জানিয়েছে, গভীর রাতে বাড়িতে অজ্ঞাতপরিচয়ের দুষ্কৃতিকারী ঢুকে পড়ার পরে তার সাথে হাতাহাতিতে জড়ান সাইফ। ওই সময় বলিউড অভিনেতাকে ছুরি দিয়ে কোপানো হয়। পরিবারের কয়েকজন সদস্যও ওই সময় উপস্থিত ছিলেন।

মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, ‘একজন অজ্ঞাতপরিচয়ের ব্যক্তি সাইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তারপর অভিনেতার সাথে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে।’

মুম্বাইয়ের বান্দ্রায় ‘সৎগুরু শরণ বিল্ডিং’ নামের একটি আবাসনে থাকেন সাইফ ও তার স্ত্রী তথা বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। তাদের সাথেই থাকে তাদের দুই শিশুসন্তান- আট বছরের তৈমুর ও চার বছরের জেহ। তবে ঘটনার সময় করিনা বাড়িতে ছিলেন কিনা, তা স্পষ্ট নয়।

লীলাবতী হাসপাতালের চিকিৎসক বলেন, ‘সাইফের বাড়িতে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েছিল। তার ছুরিকাঘাতের পর রাত সাড়ে ৩টা নাগাদ লীলাবতীতে নিয়ে আসা হয় সাইফকে। তার শরীরে ছয়টি আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। আমরা তার অপারেশন করছি। অস্ত্রোপচারের পরই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’
সূত্র : আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
ডিসেম্বরে নির্বাচন আয়োজনে ইসি কতটা প্রস্তুত বৈষম্যমুক্ত সমাজের অঙ্গীকার মাতৃভাষার জন্য জীবনদান ইতিহাসে নজিরবিহীন : প্রধান উপদেষ্টা কোন নির্বাচন আগে এই বিতর্কে সরকারের জড়ানো উচিত নয় : বিএনপি নিপাহর মতো বিপজ্জনক ক্যাম্পহিল ভাইরাস আবিষ্কার আমরা ফ্যাসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারিনি : ডা: শফিক রমজানের আগে বাজার স্থিতিশীল থাকলেও ভোজ্যতেলে সঙ্কট কাটেনি তরুণদের নেতৃত্বে ঠেলে দিয়ে বয়স্কদের গাইড করা দরকার জাতিসঙ্ঘের প্রতিবেদন হাসিনার আন্তর্জাতিক বৈধতাকে দুর্বল করবে ইসরাইলে রহস্যজনক বাস বিস্ফোরণের পর পশ্চিমতীরে অভিযানের নির্দেশ নেতানিয়াহুর সহজ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার

সকল