১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

ঈদে আসছে সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘জংলি’

‘জংলি’ সিনেমার পোস্টার - ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করার পর বড় পর্দায় বেশ ভালোভাবেই নিজের স্থান করে নিয়েছেন। নতুন বছরের ভক্তদের উদ্দেশে বার্তা দিলেন এই অভিনেতা। নতুন বছরের ঈদে আসছে সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘জংলি’। যার মোশন পোস্টার ইতোমধ্যে ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। সিয়ামের প্রকাশিত নতুন লুক, যেখানে তার তামাটে মুখে ময়লাটে দাড়ি, এলোমেলো চুল আর চোখে বুনো উল্লাস, ভক্তদের নজর কেড়েছে। এটি তার আগের যেকোনো চরিত্রের থেকে সম্পূর্ণ আলাদা।

সিনেমার পরিচালক এম রাহিম জানিয়েছেন, এই ছবির অ্যাকশন, রোমান্স এবং পারিবারিক গল্প একসাথে দর্শকদের মন জয় করবে।

‘চুপ ছিলাম দেখে ভাবিস না ‘জংলি’ তোদের ভুলে গেছে। ‘জংলি’ আসছে হুংকার নিয়ে।’ এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে স্পেশাল অ্যানাউন্সমেন্ট পোস্টারের ক্যাপশনে এটাই লেখেন নায়ক সিয়াম আহমেদ, পরিচালক এমন রাহিম ও জংলি সিনেমার টিম। জানান বিকেল তিনটায় আসবে পোস্টার, সাথে বিশেষ ঘোষণা। এই বিশেষ ঘোষণা যে ‘জংলি’ সিনেমা নিয়ে নতুন কিছু, সেটা আন্দাজ করতে পেরেছিলেন অনেকেই।

তিনটা বাজতেই জংলি সিনেমার সব তারকা ও কলাকুশলীদের ফেসবুক ওয়ালে একযোগে প্রকাশ পায় সিনেমাটির মোশন পোস্টার এবং সিনেমা মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা।

‘জংলি’ সিনেমায় সিয়ামের বিপরীতে আছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। পরিচালনা করেছেন এম রাহিম, যিনি এর আগে সিয়ামকে নিয়ে ‘শান’ সিনেমা বানিয়েছিলেন। সিনেমাটির গল্প লিখেছেন আজাদ খান এবং চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।

ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। গত বছর ঈদে মুক্তি পাওয়ার থাকলেও কাজ শেষ করতে না পারায় তা সম্ভব হয়নি। তবে সিনেমার পরিচালক এম রাহিম জানিয়েছেন, সময় নিয়ে সঠিকভাবে কাজ শেষ করায় দর্শকরা হলে এসে হতাশ হবেন না, বরং মুগ্ধ হয়ে ফিরবেন।

‘জংলি’ সিনেমায় বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।


আরো সংবাদ



premium cement