জোহরের নামাজের পর জানাজা অভিনেতা প্রবীর মিত্রর
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ জানুয়ারি ২০২৫, ১২:৪৩
বাংলাদেশের খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্রকে দু’দফা জানাজা শেষে সোমবার দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। এর মধ্যে প্রথম দফায় জানাজা হবে সোমবার জোহরের নামাজের পর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)।
এরপর দ্বিতীয় দফার জানাজার জন্য অভিনেতার লাশ নেয়া হবে ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় অবস্থিত চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে জানাজা শেষে প্রবীর মিত্রকে ঢাকার আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন সদ্য পরলোকগত অভিনেতার পুত্রবধূ সোনিয়া ইসলাম।
হিন্দু পরিবারে জন্মগ্রহণ করা প্রবীর মিত্র তরুণ বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। মুসলিম পরিবারে বিয়ে করার কারণে নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন বলে নিজেই সাক্ষাৎকারে জানান তিনি।
ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছিল হাসান ইমাম। কিন্তু আমৃত্যু তিনি প্রবীর মিত্র নামেই দর্শকদের কাছে পরিচিত ছিলেন।
৮১ বছর বয়সী প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে প্রায় ১৩ দিন ধরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। রোববার রাত ১০টার দিকে তিনি মারা যান।
প্রায় চার দশকের অভিনয়জীবনে অভিনেতা প্রবীর মিত্র বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক পুরস্কার পেয়েছেন। চলচ্চিত্রশিল্পে অবদানের জন্য ২০১৮ সালে পান আজীবন সম্মাননা।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা