১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

‘রেড সি’ ফেস্টিভ্যালের লাল গালিচায় মেহজাবীন

‘রেড সি’ ফেস্টিভ্যালের লাল গালিচায় মেহজাবীন চৌধুরী - নয়া দিগন্ত

সৌদি আরবের জেদ্দায় ‘রেড সি’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।

রোববার প্রদর্শনী শেষে লাল শাড়ি পরে ফেস্টিভ্যালের লাল গালিচায় সাংবাদিকদের ক্যামেরায় ফটোশুট করেছেন।

ফটোশুট শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেহজাবীন বলেন, ‘লাল শাড়ি পরার উদ্দেশ্য হলো রেড সির সাথে মিল রেখে। তাছাড়াও সাবা ছবিটিতে রেড-এর ব্যবহার বেশি ছিল। তাছাড়া এ লাল বাংলাদেশের বিজয়কেও প্রতিনিধিত্ত্ব করে।’

মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ ছবিটি আমন্ত্রিত দর্শকের বেশ প্রশংসা কুড়িয়েছে। মেহজাবীন নিজেও দর্শকের সাড়িতে বসে ছবিটি দেখেছেন।

বিশেষ করে মা ও মেয়ের গল্পে ‘সাবা’ চরিত্রটি অসাধারণ, অনেক ভালো অভিনয় করেছেন তিনি।

মেহজাবীনের ভক্তরা মনে করেন ‘সাবা’ প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে রিপ্রেজেন্ট করেছে।

২০১৯ সালে শুরু হওয়া ‘রেড সি’ উৎসবটি এবারের চতুর্থ আসর। এ আসরে ৮৫টি দেশের ৪৯ ভাষায় ১২২টি সিনেমা প্রদর্শন করা হচ্ছে। সৌদি সিনেমাকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে ‘রেড সি’ কর্তৃপক্ষ প্রতিবছর এ ধরনের ফেস্টিভ্যালের আয়োজন করে থাকে।


আরো সংবাদ



premium cement