২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এবার ধনুশ-ঐশ্বর্য বিচ্ছেদ!

এবার ধনুশ-ঐশ্বর্য বিচ্ছেদ! - ফাইল ছবি

অস্কারজয়ী সুরকার এ আর রহমান ও সায়রা বানুর বিচ্ছেদের ঘোষণার পরপরই ভারতীয় চলচ্চিত্র জগতের আরো একটি বিবাহবিচ্ছেদ প্রকাশ্যে এসেছে। যদিও অভিনেতা-চলচ্চিত্র নির্মাতা ধনুশ ইতিমধ্যে চলচ্চিত্র নির্মাতা ঐশ্বর্য রজনীকান্তের সাথে তার বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন, তবে তাদের সম্পর্কের তিক্ততা কাটিয়ে ওঠার বিষয়ে জল্পনা ছিল। কিন্তু এখন এটা নিশ্চিত হওয়া গেছে যে প্রাক্তন দম্পতি সত্যিই বিচ্ছেদের দিকে এগোচ্ছেন।

২০২২ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের আবেদন করার পর থেকে ধনুশ এবং ঐশ্বর্য তিনটি আদালতের শুনানিতে অনুপস্থিত থাকায় তাদের প্যাচ আপ সম্পর্কে জল্পনা খবরে পরিণত হয়েছিল। এর ফলে গুঞ্জন শুরু হয় যে বিচ্ছিন্ন দম্পতি আবার একত্রিত হচ্ছেন। তবে আজ এক শুনানিতে ঐশ্বর্য ও ধনুশ দু'জনেই আদালতে হাজির হয়ে আইনিভাবে আলাদা থাকার ইচ্ছা প্রকাশ করেন। এরপর আদালত ঘোষণা করেন, আগামী ২৭ নভেম্বর এই আপিলের চূড়ান্ত রায় দেয়া হবে।

ধনুশ এবং ঐশ্বর্য রজনীকান্ত ২০০৪ সালে বিয়ে করেছিলেন। এর ১৮ বছর পর তারা তাদের পৃথক পথে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে একটি যৌথ বিবৃতি জারি করেছিলেন। তারা লিখেছিলেন, '১৮ বছরের বন্ধু, দম্পতি, বাবা-মা এবং একে অপরের শুভাকাঙ্ক্ষী হিসেবে একসাথে থাকার অভিজ্ঞতা। উন্নতি, বোঝাপড়া, সমন্বয় এবং মানিয়ে নেয়ার যাত্রা হয়েছে। আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমাদের পথ আলাদা হয়ে গেছে। দয়া করে আমাদের সিদ্ধান্তকে সম্মান করুন এবং এটি মোকাবেলায় আমাদের প্রয়োজনীয় গোপনীয়তা দিন।' তারা তাদের পুত্র যাত্রা এবং লিঙ্গার সহ-অভিভাবকত্ব অব্যাহত রেখেছেন।

কাজের ফ্রন্টে ধনুশের প্রযোজনায় আকর্ষণীয় চলচ্চিত্রের দীর্ঘ তালিকা রয়েছে। এর মধ্যে রয়েছে শেখর কাম্মুলার 'কুবেরা', আনন্দ এল রাইয়ের 'তেরে ইশক মে'। যদিও বর্তমানে তিনি আলোচনায় রয়েছেন নয়নতারার সাথে মতভেদের কারণে।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement
প্রধান উপদেষ্টাকে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন ট্রাম্প মনোনীত বিশেষ দূতের ইমরান খানের পক্ষের টুইট নিয়ে রাজনৈতিক জল্পনা ভারত ও চীনের সম্পর্কের বরফ এ বছর গলতে শুরু করেছে বে-টার্মিনালে দিনে ক্ষতি ১০ লাখ ডলার আরাফাতের জানাজায় আন্দোলনে আহত শিক্ষার্থীরা প্রশাসনে আসছে তিন স্তরের পদোন্নতি : যাচাই হচ্ছে দেড় হাজার কর্মকর্তার তথ্য হাসিনা এত পাপ করেছে যে পালানো ছাড়া পথ ছিল না : ফখরুল হজ ব্যবস্থাপনা সুন্দর করতে সব ধরনের চেষ্টা করছে সরকার চিকিৎসার জন্য বিদেশ যাওয়া হলো না আরাফাতের ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপকে ব্রিটেনে জিজ্ঞাসাবাদ পূর্ণ শক্তি নিয়ে কাজে ফিরতে চায় পুলিশ

সকল