২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শাহরুখ খানকে হত্যার হুমকি : আটক

শাহরুখ খান - সংগৃহীত

বলিউড নায়ক শাহরুখ খানকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে একজনকে আটক করেছে মুম্বাই পুলিশ। সন্দেহভাজন ওই ব্যক্তিকে পুলিশ কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন।

মঙ্গলবার ভারতের ছত্তিশগড় থেকে তাকে আটক করা হয়।

গত সপ্তাহে মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে ফোন করে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি শাহরুখ খানকে হত্যার হুমকি দেয়। হুমকিদাতা ৫০ লাখ রুপি দাবি করে। এরপর পুলিশ একটি মামলা দায়ের করে এবং আরো তদন্তের জন্য রায়পুরে একটি দল পাঠায়।

সন্দেহভাজন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি পুলিশ।

সম্প্রতি বলিউড তারকা সালমান খানকেও একই ধরনের হুমকি দেয়া হয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে এ হুমকি দেয়া হয়েছে বলে জানা গেছে। তার কাছ থেকে পাঁচ কোটি রুপি দাবি করা হয়েছিল।

এ ঘটনার পর গত ২৪ অক্টোবর মুম্বাই পুলিশ জামশেদপুর থেকে একজনকে গ্রেফতার করেছিল।

মুম্বাই ট্রাফিক পুলিশ হুমকি বার্তা পাওয়ার পর পুলিশ অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে এবং তদন্ত শুরু করে।

দীর্ঘ সময় ধরে দুই অভিনেতা নিরাপত্তা বেষ্টনীতে রয়েছেন। সালমান খানকে বিশেষভাবে চার স্তরের নিরাপত্তা দেয়া হয়েছে।

এর আগে এপ্রিলে মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি করে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, এ ঘটনায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইয়ের ভূমিকা ছিল।

ভারতের রাজনীতিবিদ বাবা সিদ্দিকি ১২ অক্টোবর তার ছেলের বান্দ্রার অফিস থেকে বের হওয়ার সময় একাধিক গুলিবিদ্ধ হন। জাতীয় কংগ্রেস পার্টির নেতা ও সাবেক মন্ত্রী এই হামলার পর হাসপাতালে মারা যান। লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করেছে।

বাবা সিদ্দিকির মৃত্যু এবং সালমান ও শাহরুখ খানের মতো তারকাদের হত্যার হুমকি ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
সিরিয়ায় বাশারের পতনে বিদ্রোহের আশঙ্কায় দিন গুনছে সিসি ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে : জামায়াত আমির মেহেরপুরে বোনকে কুপিয়ে হত্যার অভিযোগ ভাইদের বিরুদ্ধে সচিবালয়ে অগ্নিকাণ্ড : সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি দাবি মির্জা ফখরুলের ‘বাংলাদেশী’ সন্দেহে হয়রানির শিকার ভারতের বাংলাভাষীরা সচিবালয়ে আগুনের কারণ এখনো জানা যায়নি : ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিশ বছরে বৈশাখী টেলিভিশন জামায়াতই গণমানুষের কাছে পরিক্ষিত শক্তি : মোহাম্মদ সেলিম উদ্দিন সৌদিতে সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহের ১ যুবক নিহত ‘বিডিআর বিদ্রোহের সুষ্ঠু তদন্ত করবে কমিশন’ গুরুত্বপূর্ণ নথি চাওয়ার পরেই সচিবালয়ে আগুন, জনমনে প্রশ্ন : রিজভী

সকল