০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

শাহরুখ খানকে হত্যার হুমকি

- ছবি : ইউএনবি

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ৫০ লাখ রুপি মুক্তিপণ দাবি করে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার মুম্বাই পুলিশ এই তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, ছত্তিশগড়ের রায়পুর থেকে যে ব্যক্তি ফোন করেছেন তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ‘হিন্দুস্তানি’ বলে পরিচয় দেন।

জানা গেছে, বান্দ্রা থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করছে।

কল করা ওই ব্যক্তি ফৈজান খান বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানা গেছে। তবে তিনি দাবি করেন, ২ নভেম্বর তার ফোন চুরি হয়ে যায়।

গত ৫ নভেম্বর দুপুর ১টা ২০ মিনিট নাগাদ ফোনটি আসে, যেখানে মুক্তিপণ না দিলে ‘জওয়ান’ তারকার ক্ষতি করার হুমকি দেয়া হয়।

উল্লেখ্য, শাহরুখ খানকে এই প্রথম হুমকি দেয়া হলো বিষয়টি এমন নয়। গত বছরের অক্টোবরে তাকে একইভাবে হুমকি দেয়া হয়েছিল। এর ফলে কর্তৃপক্ষকে তার সুরক্ষা ওয়াই+ স্তরে উন্নীত করেছিল। এই স্তরের সুরক্ষার আওতায় তাকে ২৪ ঘণ্টা ছয়জন সশস্ত্র কর্মী সরবরাহ করে। এই সুরক্ষা সুবিধা পাওয়ার আগে তার দু’জন সশস্ত্র সুরক্ষা প্রহরীর ছিল।

সম্প্রতি বলিউডের আরেক তারকা সালমান খানের একটি ঘটনার পরিপ্রেক্ষিতে শাহরুখ খানকে এই হুমকি দেয়া হয়।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে তাকে হুমকি দেয়া হয়েছিল। হুমকি দিয়ে বলা হয়, তাকে পাঁচ কোটি টাকা দিতে হবে অথবা কৃষ্ণসার হরিণ হত্যায় জড়িত থাকার অভিযোগে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ভিখারাম জালারাম বিষ্ণোই নামে ওই গ্যাংয়ের এক সদস্য এই হুমকি দিয়েছেন বলে জানা গেছে। এই গ্যাংয়ের নেতা কর্ণাটকে এখনো আটক রয়েছেন।

৩০ অক্টোবর আরেকটি ঘটনায় অজ্ঞাতনামা এক ব্যক্তি সালমান খানের কাছ থেকে ২ কোটি রুপি মুক্তিপণ দাবি করে সতর্ক করেছিল। বারবার এরূপ হুমকির পরিপ্রেক্ষিতে সালমান খানের সুরক্ষাও জোরদার করা হয়। বিশেষ করে ১২ অক্টোবর মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকীর সাম্প্রতিক হত্যার পরে এই ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।

মুম্বাই পুলিশ উভয় বলিউড তারকার সর্বশেষ হুমকির তদন্ত করার সময় উচ্চ সতর্কতা ব্যবস্থা গ্রহণ করেছে। অভিনেতাদের ক্ষতির আশঙ্কা থেকে রক্ষায় এমন সুরক্ষা ব্যবস্থা যে রয়েছে তা এসব পদক্ষেপ নিশ্চিত করে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
বিশ্ববিদ্যালয় সংস্কারে ২১ প্রস্তাবনা জবি ছাত্রদলের রাজশাহীতে আ’লীগ নেতার ছেলে গ্রেফতার কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু ১৫ সদস্য নিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন অবশেষে অন্তর্বর্তী ৩ পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও ৫ সদস্যের পদত্যাগ ডেঙ্গু আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১২০৯ নবাবগঞ্জে আড়াই বছর পর কবর থেকে ৩ যুবকের লাশ উত্তোলন শহীদ নাফিজকে বহনকারী রিকশাটি জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হবে স্বৈরাচারের ষড়যন্ত্রে দেশে রাজনৈতিক সঙ্কট সৃষ্টির অপচেষ্টা চলছে : নজরুল ইসলাম ‘সিপাহী-জনতার যুগপৎ বিপ্লব ছিল স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকবচ’

সকল