০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সালমানের পর এবার শাহরুখ খানকে হত্যার হুমকি

সালমান খান ও শাহরুখ খান - সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খানের পর এবার হত্যার হুমকি দেয়া হয়েছে শাহরুখ খানকে। ভারতের মুম্বাই পুলিশের টেলিফোন নম্বরে কল করে কিং খানকে হুমকি দিয়েছে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি।

ইতোমধ্যে ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে মুম্বাইলের বান্দ্রা পুলিশ। সাইবার সেলও তদন্ত চালাচ্ছে।

জানা গেছে, টেলিফোনে শাহরুখের থেকে ৫০ লাখ রুপি দাবি করা হয়েছে।

সম্প্রতি সালমানকে বারবার হত্যার হুমকি দেয়া হয়েছে। গত এপ্রিলে সালমানের বাড়ির সামনে গুলি চালানোর পর থেকেই ‘ভাইজানের’ সিকিউরিটি আঁটসাট করেছে মুম্বাই পুলিশ। এর মাঝেই গত মাসে সালমান-শাহরুখ ঘনিষ্ঠ রাজনীতিবিদ তথা সাবেক বিধায়ক বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়।

সেই খুনের দায়ও স্বীকার করে বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা।

জানা গেছে, শাহরুখকে হত্যার হুমকি দিয়ে ওই ফোন এসেছিল ছত্রিশগড়ের রায়পুর থেকে। ইতোমধ্যেই রায়পুরের উদ্দেশে রওনা দিয়েছে মুম্বাই পুলিশের একটি প্রতিনিধি দল।

শাহরুখকে এই প্রথম হত্যার হুমকি দেয়া হলো তা নয়, পাঠান ও জওয়ান সিনেমার সাফল্যের পর থেকে মৃত্যুর হুমকি পাচ্ছেন শাহরুখ। এর জেরেই ওয়াই প্লাস সিকিউরিটিতে হামেশা মোড়া থাকছেন বাদশা। বি-টাউনের অন্দরে জোর চর্চা, চলতি বছর জন্মদিনে মান্নাতের ব্যালকনিতে সিকিউরিটি নিয়ে চিন্তার কারণেই দেখা দেননি শাহরুখ। যদিও এই প্রসঙ্গে শাহরুখ খানের টিমের তরফে কোনোরকম বিবৃতি দেয়া হয়নি।
সূত্র : হিন্দুস্তান টাইমস


আরো সংবাদ



premium cement
১৫ সদস্য নিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন অবশেষে অন্তর্বর্তী ৩ পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও ৫ সদস্যের পদত্যাগ ডেঙ্গু আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১২০৯ নবাবগঞ্জে আড়াই বছর পর কবর থেকে ৩ যুবকের লাশ উত্তোলন শহীদ নাফিজকে বহনকারী রিকশাটি জুলাই বিপ্লব স্মৃতি জাদুঘরে সংরক্ষণ করা হবে স্বৈরাচারের ষড়যন্ত্রে দেশে রাজনৈতিক সঙ্কট সৃষ্টির অপচেষ্টা চলছে : নজরুল ইসলাম ‘সিপাহী-জনতার যুগপৎ বিপ্লব ছিল স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকবচ’ আমি নভেম্বর বিপ্লব দেখেছি শেখ হাসিনা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী : ভারত সরকারের মুখপাত্র ইসলামী ব্যাংকে গ্রাহকের আস্থা

সকল