২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বুসানে প্রদর্শিত হলো মেহজাবীন অভিনীত ‘সাবা’

- ছবি : সংগৃহীত

বুসানে ২৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী মেহজাবীন অভিনীত ‘সাবা’ প্রদর্শিত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে সিজিভি সেন্টমে সিটি থ্রিতে ‘সাবা’ প্রদর্শিত হয়।

এ সময় বিদেশী দর্শকদের পাশাপাশি বাংলাদেশের দর্শকদের উপস্থিতি দেখা যায়। ছবিটির প্রিমিয়ার শো দেখতে ছবির পরিচালক মাকসুদ হোসেন ও অভিনেত্রী মেহজাবীন বুসানে গিয়েছেন।

ছবিটি সম্পর্কে মেহজাবীনের সাথে যোগাযোগ করা হলে মেহজাবীন বলেন,‘সাবা’ আমার প্রথম বড় পর্দার ছবি। আমি ভাবতেও পারিনি ছবিটি দর্শকদের মাঝে এত সাড়া ফেলবে। প্রথম ছবি হিসেবে আমাকে অনেক চ্যালেঞ্জ নিতে হয়েছে। ছোট পর্দায় অনেক কাজ করেছি, কিন্তু বড় পর্দার ক্ষেত্রে আমাকে অনেক ভেবে চিন্তে কাজ করতে হচ্ছে। বিদেশের মাটিতে আমার ছবি প্রদর্শিত হচ্ছে, দর্শকদের ভালোবাসা পাচ্ছি। আমি সত্যি আনন্দিত। আমার এই অর্জন ধরে রাখতে চাই আমার অভিনয়ের মাধ্যমে।’

মেহজাবীন ছাড়াও এই ছবিতে আরো অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার ও রকেয়া প্রাচী।

‘সাবা’ ছবিটি আগামী ৭ ও ৯ অক্টোবর আরো দু’টি প্রদর্শিত হবে। ইতোমধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। বুসান চলচ্চিত্র উৎসবে এ বছর ৬৩টি দেশের ২৭৯টি ছবি প্রদর্শিত হবে। ২ অক্টোবর থেকে শুরু হওয়া উৎসবটি ১১ অক্টোবর পর্যন্ত চলবে।

2 (1)


আরো সংবাদ



premium cement
শেখ হাসিনার একমাত্র ভরসার জায়গা ভারত : দুলু এখনো স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন তারা, কমিশন কী বলছে আদানি গ্রুপ চুক্তি লঙ্ঘন করেছে, তাদেরকে বাদ দেয়া হবে কিনা কমিটি হয়েছে : ফাওজুল কবির বঙ্গোপসাগরে নিম্নচাপ, পায়রায় ১ নম্বর সংকেত বাঁশের সাঁকোই ভরসা ২১ গ্রামের মানুষের দখলের নয়, দখলবাজের পরিবর্তন হয়েছে : হাসনাত আবদুল্লাহ ‘দ্যা স্কলারস ফোরাম ঢাকা’র বৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠিত সাবেক সচিব ইসমাইল ২ দিনের রিমান্ডে ইসরাইলের জন্য তহবিল সংগ্রহের বিজ্ঞাপন প্রমোট করছে ফেসবুক চুয়াডাঙ্গায় অবৈধ যানবাহন বন্ধের দাবিতে গণপরিবহন বন্ধের ঘোষণা গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ

সকল