নিজের বন্দুকের গুলিতে আহত বলিউডের গোবিন্দ
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ অক্টোবর ২০২৪, ১৫:২২
নিজেরই বন্দুকের গুলিতে মঙ্গলবার সকালে জখম হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দ। ঘটনাটি ঘটেছে তার মুম্বাইয়ের বাসভবনে। গোবিন্দের লাইসেন্সপ্রাপ্ত রিভলভার হাত থেকে পড়ে গিয়ে অভিনেতার পায়ে গুলি লাগে বলে তার ম্যানেজার বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন।
আহত অবস্থায় অভিনেতাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের মাধ্যমে ওই গুলি তার পা থেকে বের করা হয়েছে। হাসপাতালে ভর্তি থাকলেও তার অবস্থা স্থিতিশীল।
বার্তা সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে গোবিন্দের ম্যানেজার শশী সিনহা জানিয়েছে, 'মঙ্গলবার ভোর পৌনে ৫টা নাগাদ কলকাতার উদ্দেশে রওনা দেয়ার জন্য তৈরি হচ্ছিলেন তিনি। তার আগে লাইসেন্সপ্রাপ্ত রিভলভার আলমারিতে তুলে রাখতে যাচ্ছিলেন। ওই সময় রিভলভারটি হাত থেকে পড়ে গিয়ে গুলি ছুটে এসে তার পায়ে লাগে।'
মুম্বাই পুলিশের তথ্য অনুযায়ী, অভিনেতার আঘাত গুরুতর নয়।
মুম্বাইয়ে বিবিসির সহযোগী সাংবাদিক মধুপাল জানিয়েছেন ঘটনার সময় অভিনেতার স্ত্রী সুনীতা জয়পুরে ছিলেন। পরে ঘটনার কথা জানতে পেরে দ্রুত মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেন।
সূত্র : বিবিসি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা