১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

রাসূল সা:-কে নিয়ে কটূক্তিকারীদের জন্য সর্বোচ্চ বিচারের আইন পাসের দাবি হেফাজত মহাসচিবের

আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত সংরক্ষণ পরিষদের সম্মেলনে বক্তারা - ছবি : নয়া দিগন্ত

রাসূল সা:-কে নিয়ে কটূক্তিকারীদের জন্য সর্বোচ্চ বিচারের আইন পাসের দাবি জানিয়েছে বাংলাদেশ হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

তিনি বলেন, রাসূলের শানে যদি বাংলার মাটিতে কোনো নাস্তিক-মুরতাদ কটূক্তি করে, তবে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করব। তাদের বিচার বাংলার মাটিতে হবে। রাসূলকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ বিচারের আইন পাস করতে হবে। রাসূলের দুশমনদের ফাঁসি দিতে হবে।

তিনি আরো বলেন, আল্লাহ এক। রাসূল এক। আমাদের কাবা কেবলা এক। শরীয়ত এক। অতএব দ্বন্দ্ব ভুলে যান। আমরা সবাই এক। ধর্মের ব্যাপারে আমরা ওলামায়ে কেরামকে নেতা মানব। কোনো বিষয়ে কোনো ধরণের দাঙ্গা ফ্যাসাদ ও বিশৃঙ্খলা করা যাবে না। সবকিছু করতে হবে শান্তি শৃঙ্খলার মধ্যে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত সংরক্ষণ পরিষদ সরাইল উপজেলা শাখার উদ্যোগে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত সিরাতুন্নবী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শায়খ সাজিদুর রহমান এ কথা বলেন।

হেফাজত ইসল্লাম সরাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল ইসল্লাম খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মহাসম্মেলনে বক্তব্য রাখেন মুফতি রায়হান উদ্দিন, মুফতি কেফায়েত উল্লাহ আল মাহদি, মুফতি মুর্শিদ চৌধুরী, মুফতি মনিরুজ্জামান, মুফতি সালমান কাসেমী, মুফতি ইয়াছিন, মুফতি বাকি বিল্লাহ, হাফেজ মাওল্লানা এহসান উল্লাহ, মাওলানা জুবায়ের আহমেদ, মুফতি সুলাইমান, মাওলানা সাইফুর রহমান হাবিবী ও মাওলানা সিফাত জামিল।

আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত সংরক্ষণ পরিষদ সরাইল উপজেলা শাখাসহ হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও তৌহিদি জনতা মহাসম্মেলনে উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
ঘন কুয়াশায় ছেয়ে গেছে নীলফামারী লস অ্যাঞ্জেলেসে দাবানল : বাতাসের তীব্রতা বৃদ্ধির আশঙ্কা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সবাইকে খালাস টিউলিপের স্থলাভিষিক্ত হলেন এমা রেনল্ডস দূষিত বাতাসের শহরের তালিকায় ফের শীর্ষে ঢাকা দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার চুরি হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : সিএ প্রেস উইং কাতার বলছে ইসরাইল ও হামাস এখন অস্ত্রবিরতি চুক্তির কাছাকাছি সেন্টমার্টিনে মধ্যরাতে ভয়াবহ আগুনে একাধিক রিসোর্ট পুড়ে ছাই ছাগলকাণ্ড : অবশেষে মতিউর ও স্ত্রী লাকি গ্রেফতার আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেবে ৪ সংস্কার কমিশন

সকল