১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

রাসূল সা:-কে নিয়ে কটূক্তিকারীদের জন্য সর্বোচ্চ বিচারের আইন পাসের দাবি হেফাজত মহাসচিবের

আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত সংরক্ষণ পরিষদের সম্মেলনে বক্তারা - ছবি : নয়া দিগন্ত

রাসূল সা:-কে নিয়ে কটূক্তিকারীদের জন্য সর্বোচ্চ বিচারের আইন পাসের দাবি জানিয়েছে বাংলাদেশ হেফাজত ইসলামের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

তিনি বলেন, রাসূলের শানে যদি বাংলার মাটিতে কোনো নাস্তিক-মুরতাদ কটূক্তি করে, তবে আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করব। তাদের বিচার বাংলার মাটিতে হবে। রাসূলকে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ বিচারের আইন পাস করতে হবে। রাসূলের দুশমনদের ফাঁসি দিতে হবে।

তিনি আরো বলেন, আল্লাহ এক। রাসূল এক। আমাদের কাবা কেবলা এক। শরীয়ত এক। অতএব দ্বন্দ্ব ভুলে যান। আমরা সবাই এক। ধর্মের ব্যাপারে আমরা ওলামায়ে কেরামকে নেতা মানব। কোনো বিষয়ে কোনো ধরণের দাঙ্গা ফ্যাসাদ ও বিশৃঙ্খলা করা যাবে না। সবকিছু করতে হবে শান্তি শৃঙ্খলার মধ্যে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত সংরক্ষণ পরিষদ সরাইল উপজেলা শাখার উদ্যোগে সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত সিরাতুন্নবী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা শায়খ সাজিদুর রহমান এ কথা বলেন।

হেফাজত ইসল্লাম সরাইল উপজেলা শাখার সভাপতি মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল ইসল্লাম খন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মহাসম্মেলনে বক্তব্য রাখেন মুফতি রায়হান উদ্দিন, মুফতি কেফায়েত উল্লাহ আল মাহদি, মুফতি মুর্শিদ চৌধুরী, মুফতি মনিরুজ্জামান, মুফতি সালমান কাসেমী, মুফতি ইয়াছিন, মুফতি বাকি বিল্লাহ, হাফেজ মাওল্লানা এহসান উল্লাহ, মাওলানা জুবায়ের আহমেদ, মুফতি সুলাইমান, মাওলানা সাইফুর রহমান হাবিবী ও মাওলানা সিফাত জামিল।

আকাঈদে আহলে সুন্নাত ওয়াল জামাত সংরক্ষণ পরিষদ সরাইল উপজেলা শাখাসহ হেফাজতে ইসলামের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও তৌহিদি জনতা মহাসম্মেলনে উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement
দক্ষিণ আফ্রিকার খনিতে ৬০ জন নিহত : পুলিশ জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার গলাচিপায় ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা

সকল