২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক হামলায় নিহত ২

-

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় দু'জন নিহত হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উখিয়ার জামতলী ক্যাম্প ও কুতুপালং লাল পাহাড় এলাকায় এ ঘটনা দু'টি ঘটে।

নিহতদের একজন হলেন উখিয়ার ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের এ-৮ ব্লকের বাসিন্দা নুরুল বশর (৫৫)। অপরজন হলেন ক্যাম্প-৪ এক্সটেনশন এলাকার ব্লক সি/১ এর রশিদ আহমেদের ছেলে কবির আহমেদ (২৭)।

উখিয়া থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম দুপুরে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। 

এতে তিনি জানান, রোহিঙ্গাদের সন্ত্রাসী দল আজ সকালে নুরুল বশর ও কবির আহমেদকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। পরে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। পরে ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় ময়নাতদন্তের জন্য লাশ দু'টি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। 

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর রোহিঙ্গা ক্যাম্প ৪ ও ক্যাম্প ২০ এ সন্ত্রাসীদের গুলিতে আরো দু'জন নিহত হয়েছিল।


আরো সংবাদ



premium cement