২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বন্ধ করা হলো কাপ্তাই লেকের ১৬টি গেট

কাপ্তাই লেকের স্পিলওয়ের - ছবি : নয়া দিগন্ত

কাপ্তাই লেকের পানি বিপৎসীমার নিচে চলে আসায় সোমবার সকালে স্পিলওয়ের ১৬টি পানিকপাট আবারো বন্ধ করা হয়েছে। বর্তমানে কাপ্তাই লেকের পানির লেভেল ছিল ১০৮.৩৯ ফুট মীনস সি লেভেল। লেকের পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীনস সি লেভেল। 

পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলরা জানান, কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায় পৌঁছে যাওয়ায় গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় স্পিলওয়ের ১৬টি পানিকপাট ছয়ইঞ্চি করে খুলে দেয়া হয়েছিল। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নির্গত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহ হতে অতি বর্ষণের ফলে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকের পানি বিপৎসীমা অতিক্রম করায় ২৫ আগস্ট সকাল ৮টায় কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি পানিকপাট ছয়ইঞ্চি করে খুলে দেয়া হয়েছিল। পরবর্তীতে টানা ১৫ দিন পানি ছাড়ার পর লেকের পানি ১০৮ ফুট মীনস সি লেভেল এর নিচে চলে আসায় গত ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় ১৬টি পানিকপাট বন্ধ করে দেয়া হলেও গত ১১ সেপ্টেম্বর হতে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত আবারো ভারী বৃষ্টিপাত হওয়ায় লেকের পানি বৃদ্ধি পাওয়ায় গত ১৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় ফের দ্বিতীয় বারের মতো ১৬টি পানিকপাট ছয়ইঞ্চি করে খুলে দেয়া হয়। 

গতকাল সোমবার বিকেলে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের বলেন, বিপৎসীমা নিচে লেকের পানি চলে আসায় সকালে স্পিলওয়ের বন্ধ করা হয়েছে। পানিকপাট বন্ধ করা হলেও বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিটের জেনারেটর চালু রেখে গড়ে প্রতিদিন ২১০-২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। পাঁচটি ইউনিট দিয়েও প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে গিয়ে আছড়ে পড়ছে।


আরো সংবাদ



premium cement
এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি

সকল