২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
নাইক্ষ‍্যংছড়িতে জামায়াতের কর্মী সম্মেলন

প্রতিটি ঘরে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দিতে হবে : মাওলানা মুহাম্মদ শাহজাহান

-

প্রতিটি ঘরে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় পার্বত্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, আমাদের (জামায়াত) হাজার হাজার নেতা-কর্মীকে বিগত ১৭ বছর ধরে গুম করে, হামলা- মামলা দিয়ে এবং মিথ্যা মামলায় সাজাসহ ফাঁসি দেয়া হয়েছে। তবু জামায়াত অন্যায়ের কাছে মাথা নত করেনি। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে 

আপনাদের প্রতিটি ঘরে ঘরে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দেয়া। 

তিনি আরো বলেন, জামায়াত ইসলামী একটি সু-সংগঠিত রাজনৈতিক দল। এখানে কোনো বিবেদ নেই। সকলের জন্য জামায়াতের দরজা খোলা রয়েছে।

জামায়াতের এই নেতা বলেন, আজকে দেশের চারদিকে, সব সেক্টরে বৈষম্য। আমাদের এই বৈষম্য দূর করতে হবে। জামায়াতে ইসলামী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সাহায্যসহ তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। এই আন্দোলনে আমাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির ও জামায়াতের অনেক নেতা-কর্মী শহীদ ও আহত হয়েছে।

নাইক্ষ্যংছড়ি হাজী কালাম সরকারী কলেজ অডিটিরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশাল এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ আবু নাসেরের সঞ্চালনায় নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমির মাওলানা উমর ফারুক সিরাজীর সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলওয়াতের পর ইসলামী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা আমির এস এম আব্দুস সালাম

আজাদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা কেন্দ্রীয় বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ বশির আহমদ, নাইক্ষ্যংছড়ি উপজেলায় জামায়াতের সাবেক আমির মাওলানা রফিক আহমদ, নাইক্ষ্যংছড়ি উপজেলায় জামায়াতের সাবেক সেক্রেটারি হাফেজ মুতাহারুল হক, বান্দরবার জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ কলিম উল্লাহ, নাইক্ষ্যংছড়ি জামায়াতের মাওলানা মোহাম্মদ রফিক বশরী, নাইক্ষ্যংছড়ি জামায়াতের পেশাজীবী ফোরামের সভাপতি মাওলানা সুলতান, পেশাজীবী ফোরামের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ নুর, জামায়াতের মাহামুদুল হক বাহাদুর, জাকের আহমদ, ইমাম হোসেন, আজিজুল হক, মনির সিকদার, নুরুল ইসলাম প্রমুখ।

উক্ত কর্মী সম্মেলনে বক্তারা বলেন, যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি। জনগণের যুদ্ধ তো সবে শুরু। শেখ হাসিনাসহ তার দোসরদের গণহত্যা, সীমাহীন খুন-গুম, লুটপাট ও ছাত্র-জনতার বুকে নির্বিচারে গুলিবর্ষণের সব ঘটনার বিচার করতে হবে। 

সভায় আগামীতে জামায়াত ইসলামীর হাতকে শক্তিশালী করে বান্দরবান আসন থেকে বিপুল ভোটে জামায়াত ইসলামীর প্রার্থীকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয় । 


আরো সংবাদ



premium cement
এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ বিয়ের প্রলোভনে আ’লীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণের অভিযোগ ট্রাম্প দায়িত্ব নেয়ার প্রথম দিনই চীন-মেক্সিকো-কানাডার ওপর শুল্ক আরোপ করবেন আ’লীগ ইসলামী আদর্শকে জঙ্গিবাদ বলে এখন জঙ্গি ও সন্ত্রাসী হয়ে দেশ ছেড়ে পালিয়েছে : আলাউদ্দিন সিকদার শিক্ষার্থীদের আন্দোলন কঠোর হয়ে দমন করতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা শরণখোলা প্রেসক্লাবের নির্বাচনে আলী সভাপতি-আনোয়ার সম্পাদক রিমান্ড শেষে কামরুল-জ্যাকবকে কারাগারে পাঠানোর আদেশ সংবিধানে যেসব সংস্কার প্রস্তাব দিলো বিএনপি

সকল