শিক্ষার্থী হত্যার দায়ে নারীসহ স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশে দিলেন স্ত্রী
- ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
- ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৬
ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাশিক্ষার্থী হত্যা মামলার আসামি আবদুল কাইয়ুম (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পুলিশে দিয়েছেন তার স্ত্রী ও পরিবারের সদস্যরা। এ সময় যুব মহিলা লীগের কর্মী মাইশা (৩০) ও উজ্জ্বল মিয়া (৩০) নামে আরো দু’জনকে আটক করা হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সরকারপাড়া এলাকা থেকে কাইয়ুমকে আটক করা হয়।
তিনি ওই এলাকার মরহুম আবদুন নূরের ছেলে।
জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগ নেতা কাইয়ুম ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরুদ্ধে আন্দোলনরত মাদরাসাশিক্ষার্থী হত্যা মামলার আসামি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, শনিবার রাতে স্বেচ্ছাসেবক লীগের নেতা কাইয়ুম তার নিজ বাড়িতে মাইশা ও উজ্জ্বলকে নিয়ে অসামাজিক কাজে লিপ্ত ছিলেন। ওই সময় কাইয়ুমের স্ত্রী ও পরিবারের সদস্যরা তাদের তিনজনকে আটক করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে জানায়। পরে ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করা হয়।