২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বান্দরবানের শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

বান্দরবানের শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন - নয়া দিগন্ত

বান্দরবানে এক শিশুকে ধর্ষণের দায়ে মো: হারুন মিয়াকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বান্দরবানের নারী ও শিশু ট্রাইবুনাল আদালতের বিচারক জেবুন্নাহার আয়েশা এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হারুন মিয়া লামা উপজেলার ফাইতং ইউনিয়নের সুতাবাদী গ্রামে মরহুম রতন খানের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালে ১ এপ্রিল দুপুরে লামা উপজেলার ফাইতং এলাকায় একটি মেয়ে শিশুকে স্থানীয় রহিম খাঁ নামে এক মুদি দোকানে শ্যাম্পু কিনতে পাঠান তার নানি। শ্যাম্পু কিনতে গেলে দোকানে থাকা মো: হারুন শিশুটিকে একা পেয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করেন। ঘটনার পর শিশুটির নানি দোকানে গিয়ে জিজ্ঞাসা করলে ধর্ষণকারী কৌশলে পালিয়ে যান। পরে শিশুটির মা থানায় মামলা করেন।

ঘটনার তদন্ত করে সত্য প্রমাণিত হওয়ায় ধর্ষণকারী হারুন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও একই সাথে এক লাখ টাকা জরিমানা প্রদান করে নারী ও শিশু ট্রাইবুনাল আদালত।

এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বাসিংথোয়াই মারমা জানান, মামলার দীর্ঘ শুনানির পর ঘটনা সত্য প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছে। বাদিপক্ষ এতে সন্তুষ্ট হয়েছে।


আরো সংবাদ



premium cement