১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

চুনতীতে ১৯ দিনব্যাপী সীরতুন্নবী স. মাহফিল শুরু আজ

চুনতীতে ১৯ দিনব্যাপী সীরতুন্নবী স. মাহফিল শুরু আজ - ফাইল ছবি

লোহাগাড়ার চুনতিতে ৫৪তম ১৯ দিনব্যাপী মাহফিলে সীরাতুন্নবী সা. শুরু হচ্ছে আজ। রোববার বাদে জোহর মাহফিলের প্রথম অধিবেশন উদ্বোধন করবেন চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসুল স. সাইয়েদ মাওলানা আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানি। উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী। সভাপতিত্ব করবেন মুতাওয়াল্লি কমিটির সভাপতি মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ।

পূর্বনির্ধারিত বিষয়ে আলোচনা পেশ করবেন আধুনগর ইসলামীয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গনী, চুনতী হাকিমিয়া কামিল মাদরাসার প্রভাষক মাওলানা মুহাম্মদ খোবাইব, বাঁশখালী শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মুরশিদুল ইসলাম ফারুকী ও চকরিয়া সাহারবিল আনোয়ারুল উলুম কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদী প্রমুখ।

এ উপলক্ষে সীরতের স্থায়ী কার্যালয় শাহ মঞ্জিলে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করে কর্তৃপক্ষ। সভায় সভাপতিত্ব করেন সীরত মাহফিল মোতোয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ। মাহফিলের মিডিয়া ও প্রচার উপ–কমিটির সদস্য মুহাম্মদ যাহেদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোতোয়াল্লী কমিটির যুগ্ম সম্পাদক ইসমাইল মানিক, সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবুল কালাম ইবনে দিনার নাজাত, শাহজাদা তৈয়বুল হক বেদার ও কাজী আরিফুল ইসলাম।

বক্তারা বলেন, ৫৪তম মাহফিলে এবারের বাজেট পাঁচ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মাহফিলে সীরতপ্রেমী সকলকে প্রতিদিন উপস্থিত থেকে আলোচনা শ্রবণ করার আহ্বান জানানো হয়েছে। এছাড়া মাহফিলের শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োজিত করে কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নেয়া হয়েছে। আগামী ৩ অক্টোবর দিবাগত রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটবে।


আরো সংবাদ



premium cement

সকল