১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

গভীর সাগরে বাঁশখালীর ৪ মাছ ধরা ট্রলার ক্ষতিগ্রস্ত, মৃত্যু ৩

গভীর সাগরে বাঁশখালীর ৪ মাছ ধরা ট্রলার ক্ষতিগ্রস্ত, মৃত্যু ৩ - ছবি : নয়া দিগন্ত

গভীর সাগরে নিম্নচাপ জনিত ঘূর্ণিঝড়ে একইসাথে চারটি মাছধরা টলার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় একটি ট্রলারের মাঝি ও দুই জেলে গভীর সাগরের ছিটকে পড়ে ডুবে মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে মোহাম্মদ আমিন ও মোহাম্মদ হোসেনের এবং বিকেল ৪টায় আব্দুন নূরের জানাজা শেষে বাঁশখালীতেই তাদের লাশ দাফন করা হয়।

এর আগে বুধবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে কক্সবাজার চ্যানেলের হিমছড়ি চড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন বাঁশখালী শেখেরখীল ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল শুক্কুর কোম্পানি।

নিহত মাঝিমাল্লারা হলেন বাঁশখালী শেখেরখীলের আজিজ আহমেদের ছেলে মাঝি আব্দুল নূর (৩২), একই গ্রামের মো: সৈয়দ নুরের ছেলে মোহাম্মদ আমিন (৩৫) ও অপরজন পেকুয়ার রাজাখালি গ্রামের মোহাম্মদ হোসেন (৪৫)। নিহতরা এফবি আল্লাহ মালিকের মাঝি ও মাল্লা ছিল।

বাঁশখালী শেখেরখিল ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল শুক্কুর কোম্পানি জানান, ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে গভীর সাগরে ঘূর্ণিঝড়ের কারণে একইসাথে শেখেরখিল গ্রামের মেম্বার আব্দুল খালেকের এফবি আল্লাহ মালিক, আমির হোসেনের এফবি আল্লাহর দান, মোহাম্মদ রহমতুল্লাহর এফবি আল্লাহর দান, পেকুয়া রাজাখালীর মোজাম্মেলের একটি ট্রলার (নাম জানা যায়নি) দুমড়ে মুছরে যায়। একইসাথে চারটি ট্রলার ক্ষতিগ্রস্ত হলেও শেখেরখিলের মেম্বার আব্দুল খালেকের এফবি আল্লাহ মালিক বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং নিহত তিনজন সাগরের ছিটকে পড়ে নিখোঁজ হয়।

তিনি জানান, ১৩ সেপ্টেম্বর গভীর রাতে নিখোঁজ দুই জনের লাশ পাওয়া যায় এবং শনিবার সকালে একজনের লাশ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন টলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর কোম্পানি। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় যোগাযোগ করা হলে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ট্রলার দুর্ঘটনায় তিনজন নিজেদের বিষয়টি নিশ্চিত করে বলেন, সম্ভবত রামু থানা পুলিশ পর্যায়ক্রমে তিনজনের লাশ উদ্ধার করে।


আরো সংবাদ



premium cement
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নির্ধারণের প্রস্তাব রাজবাড়ীতে সাবেক অতিরিক্ত ডিআইজি-ওসিসহ ৭ জনের নামে মামলা গজারিয়ায় মামলা তুলে না নেয়ায় ২ সাংবাদিকের ওপর হামলা ভারতের বিপক্ষে টেস্টে বাংলাদেশের পরিসংখ্যান শ্রীনগরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ৩ অন্তর্বর্তীকালীন সরকার ফেল করলে জাতির দুর্ভোগ আছে : এ্যানি সংবিধান সংস্কার কমিশন : শাহদীন মালিক বাদ, প্রধান আলী রীয়াজ শহীদ পরিবারের সাথে মতবিনিময়কে রাজনৈতিক সভা বলে আমাদের বিব্রত করা হচ্ছে : সারজিস আলম ইসলামী ব্যাংকে বৈষম্যের মুলোৎপাটনের দাবি পেশাদার ব্যাংকারদের বিশ্বের সবচেয়ে সুন্দর পর্বাতারোহণের ৫ লোকেশন আপাতত স্থগিত থাকবে পঞ্চবার্ষিক পরিকল্পনা

সকল