২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার - নয়া দিগন্ত

পর্যটন নগরী কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে আফরোজা আক্তার রিতু (১৯) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে কুয়াকাটা পর্যটন পুলিশের সহায়তায় নিউ সি-বিচ ইন্টারন্যাশনাল হোটেলের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে মহিপুর থানা পুলিশ।

পুলিশ এবং হোটেল সূত্র জানায়, শুক্রবার বিকেলে আফরোজা আক্তার রিতুসহ চারজনের একটি দলকুয়াকাটায় বেড়াতে যায়। সন্ধ্যায় তারা কুয়াকাটার ৭ নম্বর ওয়ার্ডের হোটেল নিউ সি-বিচ ইন্টারন্যাশনাল হোটেলের ৫০১ নম্বর কক্ষটি (সুইট রুম) ভাড়া নেন। রাত পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করছিল। এরপর শনিবার হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখানে যান। এ সময় হোটেলটির যে কক্ষে ওই তরুণী অবস্থান করছিলেন, সেটির দরজার সামনে গিয়ে তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পায়নি পুলিশ। একপর্যায়ে তারা ওই কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া তরুণীর লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, যশোর জেলার চোকদাপপাড়া থানার বেজপাড়া গ্রামে আফরোজা আক্তার রিতুর বাড়ি। হোটেলের রেকর্ড বইয়ে তার স্বামীর নাম লেখা ছিল ইছা মীর। তবে দুর্ঘটনার সময় তার অপর সঙ্গীরা অন্য রুমে ছিল বলে দাবি তাদের।

এ বিষয় হোটেলটির ম্যানেজার রুমান মৃধা বলেন, ‘গতকাল হোটেলের নিয়ম অনুযায়ী ডাইরি করে তাদের কাছে রুম ভাড়া দেয়া হয়েছে এবং গতকাল থেকে তাদের কোনো আচার-আচরণও খারাপ দেখিনি। আজ হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখি রুমের দরজা বন্ধ এবং সামনে বাকি তিনজন বসে আছে। পরে পুলিশে খবর দিলে তারা এসে দরজা ভেঙে ফ্যানের সাথে থাকা ঝুলন্ত লাশ উদ্ধার করে।’

তিনি আরো বলেন, ‘এ সময় আফরোজা আক্তার রিতুর সাথে থাকা বাকিরা পালানোর চেষ্টা করলে হোটেল কর্মচারীরা তাদের আটকে রাখে।’

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ার হোসেন তালুকদার বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এ সময় ওই তরুণী যে কক্ষে ছিলেন, সেটির দরজা ভেতর থেকে আটকানো ছিল। তারা বারবার ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাননি। এরপর তারা হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে পুলিশে খবর দেয়া হয়।’

তিনি আরো বলেন, ‘এখন ময়নাতদন্ত করতে লাশটি মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে ওই তরুণীর সাথে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।’


আরো সংবাদ



premium cement
বিদেশে বসে আওয়ামী ফ্যাসিস্টরা এখনো ষড়যন্ত্র করছে : হাসনাত আবদুল্লাহ ‘আমার তাহাজ্জুদগুজার ছেলেকে কিভাবে গলাকেটে হত্যা করল ওরা’ রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান পরে কোনো বিপ্লব হলে সেটা ভয়াবহ হবে : মুয়ীদ চৌধুরী আবার লড়াই করে গণতন্ত্র ফেরত আনব : টুকু মিয়ানমারের জান্তার সাথে সংলাপে প্রস্তুত বিদ্রোহীদের একাংশ চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবি জামায়াতের কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত, পতাকা বৈঠক সখীপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত ভৈরবে ২ সন্তানসহ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

সকল