২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

টানা ভারী বর্ষণে নোয়াখালীতে বন্যার পরিস্থিতি অবনতি

টানা ভারী বর্ষণে নোয়াখালীতে বন্যার পরিস্থিতি অবনতি - নয়া দিগন্ত

নিম্নচাপের প্রভাবে টানা ভারী বর্ষণে নোয়াখালীতে বন্যার পরিস্থিতি অবনতি ঘটছে। গত দু’দিন ধরে অব্যাহত ভারী বর্ষণে আবারো প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল।

নোয়াখালীর জেলা শহর মাইজদী ও জেলার প্রধান বাণিজ্য শহর চৌমুহনীসহ আট উপজেলায় ধীরগতিতে বন্যার পরিস্থিতি উন্নতি হয়েছিল। কিন্তু গত দু’দিনে ভারী বর্ষণে আবারো তলিয়ে গেছে অনেক বাড়ি-ঘর ও গ্রামগঞ্জের প্রধান সড়কগুলো।

ভারী বর্ষণ ও ভারত থেকে পাহাড়ি ঢলে নোয়াখালীর বাড়ি-ঘর, রাস্তা-ঘাট পানিতে তলিয়ে যায়। অনেক মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটে যায়। পরবর্তীতে ভারত থেকে ধেয়ে আসা পানি ও ভারী বর্ষণ বন্ধ হলে এবং খালগুলোর ময়লা-আবর্জনা নিষ্কাশনে বিঘ্ন ঘটায় অতিধীর গতিতে বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়। আশ্রয়কেন্দ্র থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করে। কিন্তু নিম্নচাপের প্রভাবে ভারী বর্ষণে আবারো বাড়ি-ঘর পানিতে ডুবে গেছে।

এদিকে শুক্রবার রাত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকরা ভয়াবহ দুর্ভোগের শিকার হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ না থাকায় মোবাইল বন্ধ এবং নেটওয়ার্ক সমস্যা দেখা দেয়। এতে দেশ-বিদেশে থাকা আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করতে না পেরে উৎকণ্ঠায় রয়েছে তারা।

নোয়াখালী জেলা আবহাওয়া অধিদফতের উচ্চ পর্যবেক্ষক আরজুল ইসলাম বলেন, শুক্রবার বিকেল ৩টা থেকে শনিবার বেলা ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি জানান, আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত বর্ষণ অব্যাহত থাকতে পারে।


আরো সংবাদ



premium cement
বিদেশে বসে আওয়ামী ফ্যাসিস্টরা এখনো ষড়যন্ত্র করছে : হাসনাত আবদুল্লাহ ‘আমার তাহাজ্জুদগুজার ছেলেকে কিভাবে গলাকেটে হত্যা করল ওরা’ রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের লেজ রেখে গেছে : তারেক রহমান পরে কোনো বিপ্লব হলে সেটা ভয়াবহ হবে : মুয়ীদ চৌধুরী আবার লড়াই করে গণতন্ত্র ফেরত আনব : টুকু মিয়ানমারের জান্তার সাথে সংলাপে প্রস্তুত বিদ্রোহীদের একাংশ চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবি জামায়াতের কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত, পতাকা বৈঠক সখীপুরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত ভৈরবে ২ সন্তানসহ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

সকল