২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘দেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কেনো শব্দ নেই, সবাই দেশের নাগরিক’

- ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেছেন, ‘দেশে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলতে কোনো শব্দ নেই। সবাই বাংলাদেশের নাগরিক। এই দেশের নাগরিক হিসেবে সকলে সমান সুযোগ-সুবিধা ভোগ করবে। আসন্ন শারদীয় দুর্গাপূজায় জামায়াত শিবিরের নেতাকর্মীরা মন্দির পাহারা দেবে। যাতে দেশে কোনো অপশক্তি দাঙ্গা তৈরি করতে না পারে।’

শনিবার সকালে করেরহাট রাজকুমার কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১ নম্বর করেরহাট ইউনিয়ন শাখার কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

করেরহাট ইউনিয়ন জামায়াতের আমির আরিফুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আসাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, জোরারগঞ্জ থানা জামায়াতের আমির নুরুল হুদা হামিদী।

মোহাম্মদ শাহজাহান বলেন, ‘একাত্তরের পর শেখ মুজিব দেশে বাকশাল কায়েম করে ক্ষমতাচ্যুত হয়েছিল। তার কন্যা শেখ হাসিনা গত ১৭ বছর দেশে ডিজিটাল বাকশাল কায়েম করেছিল। জুলুম নির্যাতনের মাধ্যমে দেশকে ধ্বংস করার পাঁয়তারা করেছিল স্বৈরাচার হাসিনা সরকার।’

কর্মী সম্মেলনে জোরারগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি মাঈন উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শিবিরের সেক্রেটারি মাহমুদুল হাসান, চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সেক্রেটারি মাঈন উদ্দিন রায়হান, জোরারগঞ্জ থানা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল গফুর, করেরহাট ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাষ্টার ফখরুল আলম, ইউনিয়ন জামায়াতের সহ-সেক্রেটারি আনোয়ার হোসেন অর্থ সম্পাদক মো: হায়দার আলী, করেরহাট বাজার শাখা জামায়াতের সভাপতি হুমায়ুন কবির, মিরসরাই উত্তর শিবিরের সেক্রেটারি হাফেজ ইমাম হোসেন, শিবিরের করেরহাট শাখার সভাপতি আলতাফ হোসেন, ওলামা শাখার সেক্রেটারি নুরুল ইসলাম, শিক্ষাবিদ শওকত আনোয়ার, ৬ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি মাস্টার শাহজাহান, ব্যবসায়ী ইসমাইল হোসেন ভুট্টু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তফা জেহাদী, পেশাজীবী, ব্যবসায়ী শফিকুর রহমান জাহাঙ্গীর, প্রবাসী আলমগীর হোসেনসহ প্রমুখ বক্তব্য রাখেন।


আরো সংবাদ



premium cement
রাশিয়া রাতে ‘রেকর্ড’ সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে : ইউক্রেন আতঙ্ক নয়, পুলিশ হবে জনগণের ভরসা : জিএমপি কমিশনার হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : উপদেষ্টা রাজশাহীতে সাবেক এমপি রায়হান গ্রেফতার পাবনায় পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু টেকনাফে বিজিবির অভিযানে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার চট্টগ্রামে আইনজীবী কুপিয়ে হত্যা করল চিন্ময়ের সমর্থকরা তুর্কি রাষ্ট্রদূতের সাথে জামায়াতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে ইসকন সমর্থক ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ বিপুল পরিমাণে বিদেশী মুদ্রাসহ শাহ আমানতে যাত্রী আটক রাখাইনে গণহত্যা ও চলমান সহিংসতার বিচারের দাবি রোহিঙ্গাদের

সকল