কক্সবাজারে খোয়া গেল সমন্বয়ক হাসনাতের মোবাইল ফোন!
- আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)
- ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৭
কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুলাহর মোবাইল ফোন চুরি হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের কক্স হিলটন নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফোনটি চুরি হয়। হাসনাত আবদুল্লাহ সেখানে বিশ্রাম নিচ্ছিলেন।
পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, দুপুরে দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে। ফোনটি উদ্ধারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় শহীদদের পরিবারের সাথে দেখা করতে সেখানে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা