১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

কর্ণফুলীতে বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা করল ২ ছেলে

কর্ণফুলীতে বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা করল ২ ছেলে - নয়া দিগন্ত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নুর হক চৌধুরী (৬৭) নামে এক বৃদ্ধকে কুপিয় হত্যার অভিযোগ উঠেছে তার দুই ছেলের বিরুদ্ধে।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বড় উঠান ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহমিরপুর গোয়াল বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক মেহেদী হাসান ও বড়উঠান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল আলম।

চেয়ারম্যান দিদারুল আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত নুরুল হকের ছেলেরা প্রবাসী। দেশে ফিরে সম্পত্তির জন্য তর্কবিতর্কের জেরে রাত সাড়ে ৮টার দিকে ধারাল অস্ত্র দিয়ে দু’ভাই তাদের বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থল পৌঁছে পুলিশ লাশ উদ্ধার করছে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক মেহেদী হাসান। তিনি বলেন, পরে বিস্তারিত জানাতে পারবেন।


আরো সংবাদ



premium cement