২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ছাত্র আন্দোলনে নবীনগরের ৪ শহীদ পরিবারের মধ্যে অর্থ সহায়তা

ছাত্র আন্দোলনে নবীনগরের ৪ শহীদ পরিবারের মধ্যে অর্থ সহায়তা - ছবি : নয়া দিগন্ত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চার শহীদ পরিবারকে দুই লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে শহীদ পরিবারের সাথে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় শহীদ পরিবারের হাতে আর্থিক সহয়তা তুলে দেন জামায়াতের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার জামায়াতের নেতৃবৃন্দ।

নবীনগর পৌরসভার জামায়াতে ইসলামীর আমির মু. মোখলেছুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও কুমিল্লা জেলা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মোহাম্মদ গোলাম ফারুক, জেলা নায়েবে আমির কাজী ইয়াকুব আলী, জেলা সেক্রেটারি মোবারক হোসেন আকন্দ, উপজেলা সেক্রেটারি আবদুল হাফেজ, পৌরসভার সেক্রেটারি সাইফুর রহমান বাসার, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো: আতিকুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসিন আরাফাত প্রমুখ।

মাওলানা আমির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শহীদ পরিবারের সদস্য মো: শফিকুল ইসলাম, মো: নানু মিয়া ও সুফিয়া বেগম।

বক্তারা বলেন বাংলাদেশে একটা স্বৈরাচার সরকার দীর্ঘ ১৭ বছর ধরে গুম, খুন, জুলুম, নির্যাতন চালিয়েছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে এবং মানুষের স্বাধীনতাও কেড়ে নিয়েছিল। রক্ত পিপাসু দল আওয়ামী লীগ দেশ ও দেশের মানুষকে ভারতের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল। ছাত্রজনতা সহ্য করতে না পেরে এ জালিম সরকারকে বিদায় দেয়ার জন্য রাজপথে নেমেছিল। এ আন্দোলন যারা জীবন দিয়ে বাস্তবায়ন করেছেন তারা শহীদ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নবীনগরের যারা শহীদ হন তারা হলেন নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের বিটিবিশারা গ্রামের মো: সামুসুজ্জামানের একমাত্র ছেলে জাহেদুজ্জামান তানভীন (২৬),শহীদ হওয়ার স্থান উত্তরা ঢাকা। তানজিল মাহমুদ সুজয় (১৯) বাবা মো: শফিকুল ইসলাম গ্রাম বিটঘর, শহীদ হওয়ার স্থান বাইপাইল, আশুলিয়া। মো: কামরুল ইসলাম (২১) বাাব মো: নানু মিয়া, গ্রাম গৌরনগর, শহীদ হওয়ার স্থান মিরপুর ১০। মো: রফিকুল ইসলাম (২৪) বাবা মরহুম আব্দুল মোমিন, দয়ালনগর নতুন থোল্লাকান্দি, শহীদ হওয়ার স্থান চিটাগাং রোড, হিরাঝিল, ঢাকা।

পরে তাদের চারজনের লাশ নবীনগরে নিজ নিজ এলাকায় দাফন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement
সাউথইস্ট ব্যাংক ও বেঙ্গল গ্লাস ওয়ার্কসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ব্র্যাক ইউনিভার্সিটিতে বিজনেস কেস কম্পিটিশন বিজ ভার্স-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত অবৈধ অনুপ্রবেশকারী উচ্ছেদে বিউবোর সাফল্য পেট্রোবাংলায় নিয়োগে লিখিত পরীক্ষার মোল্লা কলেজ কেন্দ্র পরিবর্তন ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল সারা দেশ নিউ মার্কেট এলাকায় দোকানে আগুন ‘কুরআনের শাসন প্রতিষ্ঠিত হলে সমাজে বৈষম্য থাকবে না’ ‘একটা গ্রুপ দিল্লি বসে আমাদের বিভাজন করার প্রেসক্রিপশন দিচ্ছে’ পটুয়াখালীতে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ বিক্ষোভে উত্তাল বেরোবি, ইসকন নিষিদ্ধের দাবি

সকল