চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদী থেকে কৃষকের লাশ উদ্ধার
- চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
- ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০১
কুমিল্লার চৌদ্দগ্রামে নদীর স্রোতে তলিয়ে যাওয়া কৃষক মো: রেজাউল হক চৌধুরী সবুজকে (৫০) উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার (১১ সেপ্টেম্বর) উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা টেক কাটার জলা ছোট ডাকাতিয়া নদীর মোহনায় এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল হক পার্শ্ববর্তী খাটরা গ্রামের চৌধুরী বাড়ির মরহুম আবদুল হাফিজের ছেলে।
বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: মেহেদী হাসান ও কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মফিজুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল পৌঁনে ৯টায় রেজাউল হক চৌধুরী প্রতিদিনের মতো তার পালিত কয়েকটি গরু নিয়ে ডাকাতিয়া নদীর টেক কাটার জলায় ঘাস খাওয়াতে নিয়ে যান। গরু রেখে বাড়ি ফেরার পথে নদীর বাঁধভাঙা অংশে স্রোতে তিনি তলিয়ে যান। এ সময় এক যুবক ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের মানুষকে খবর দেন।
পরে ৯৯৯-এ ফোন পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয় চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি না পেয়ে ফায়ার সার্ভিস চাঁদপুরের ডুবুরি দলকে খবর দেয়া হয়। দুপুর আড়াইটার সময় ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশী চালিয়ে নিখোঁজ রেজাউল হককে উদ্ধার করে। পরে সুরতহাল শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।
নিহতের নিকটাত্মীয় নাসির উদ্দিনসহ কয়েকজন জানান, রেজাউল হক চৌধুরী সবুজ শান্ত স্বভাবের। বুধবার সকালে গরু নিয়ে বাড়ি থেকে বের হয়ে বাড়িতে ফেরার সময় নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়। তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মফিজুর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে’।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা