‘পাহাড়ে সন্ত্রাস চাঁদাবাজি বৈষম্য দূরীকরণে সবাইকে একসাথে কাজ করতে হবে’
- বান্দরবান প্রতিনিধি
- ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৫৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘সমতলের চাইতে পাহাড়ে বৈষম্য বেশি। পাহাড়ে সন্ত্রাস চাঁদাবাজি বৈষম্য দূরীকরণে সবাইকে একসাথে কাজ করতে হবে। পিছিয়ে পড়া পাহাড়ি এলাকার স্বাস্থ্য শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ছাত্র আন্দোলন কাজ করে যাবে।’
বুধবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি ইনস্টিটিউ হলে ছাত্র সমাবেশের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
এ সময় চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় হাসনাত আব্দুল্লাহ ছাত্র আন্দোলনকে দলীয়করণ না করার আহ্বান জানান। তিনি বলেন ‘ছাত্র আন্দোলনকে পুঁজি করে আপনারা সেই আন্দোলনকে দলীয়করণ করার চেষ্টা করবেন না।’
তিনি আরো বলেন, ‘ছাত্রদের যে আন্দোলনটি হয়েছিল, সেটি ছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে, টেন্ডারবাজদের বিরুদ্ধে। টেন্ডারবাজ এবং দুর্নীতিবাজ যারা রয়েছেন, আপনাদের সতর্ক করতে চাই। আপনারা ১৬ বছর একটি দলের ছত্রছায়ায় ছিলেন। এখন যদি আরেকটা দলের ছত্রছায়ায় এসে আপনারা দুর্নীতি করার চেষ্টা করেন, ছাত্র-জনতা আপনাদের দেখে নিবে।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা