২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

থানা থেকে পালালো যুবলীগ কর্মী, ওসিসহ ৪ পুলিশ প্রত্যাহার

- ছবি : ইউএনবি

চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি এক যুবলীগ কর্মী পালিয়ে গেছে। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলামসহ চার পুলিশকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার রাতে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, ভোরে উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলা বাজারের দক্ষিণ পাশের বাহাদুরপাড়া এলাকা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি যুবলীগের কর্মী সাইফুল ইসলামকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। কিন্তু থানা থেকে ওই আসামি পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।

আসামি কিভাবে পালিয়ে গেলেন, তা জানতে চাইলে ওসি রাশেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, অগ্নিসংযোগের পর থানা এখনো অরক্ষিত। প্রায় ৩০ জন লোক ওই যুবলীগ কর্মীকে নিয়ে থানায় আসে। তারা আসামিকে মারধর করার চেষ্টা করছিলেন। দায়িত্বরত পুলিশ কনস্টেবল পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় ওই আসামি পালিয়ে যায়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো: আরিফ জানান, ‘ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একইসাথে থানায় নতুন ওসিকে পদায়ন করা হয়েছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement