‘স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন না হওয়া পর্যন্ত দেশ চালানোর আহ্বান’
- খাগড়াছড়ি প্রতিনিধি
- ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৩
গত তিনটি নির্বচনে কেউ একটি ভোটও দিতে পারেনি। যারা ভোট দিতে পেরেছে তারা ১৫-২০টি বা তারও অধিক ভোট দিয়েছে মন্তব্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সকল দল-মতের আস্থা অর্জনে সক্ষম একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ চালানোর আহ্বান জানান।
সেমাবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি পৌর টাউন হলে গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সাথে সাক্ষাত এবং দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে এ আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ পূণর্গঠন না হওয়া পর্যন্ত লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। ৫ আগস্টের পর যত সঙ্কট তৈরি হয়েছে তাতে আমরা বিভাজিত না হয়ে ঐক্যবধ্য হয়েছি। সাম্প্রতিক বন্যায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতলের মানুষ সবাই তার নিজ নিজ জায়গা থেকে এই সঙ্কটকে উত্তরণের জন্য এগিয়ে এসেছে।
উপস্থিত ছাত্রদের সতর্ক করে দিয়ে এ সমন্বয়ক বলেন, ফ্যাসিবাদের প্রধান রূপকার খুনী হাসিনা চলে গিয়েছে কিন্তু তার দোসরেরা আমাদের ক্ষমতা কাঠামো, প্রশাসনিক কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে বিষবাষ্পের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ সময় তিনি শিক্ষক, প্রশাসনসহ সমাজের সকল দায়িত্বশীল ব্যক্তিবর্গের কাছে ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হওয়ার অনুরোধ জানান। গণভবন একটি অস্থায়ী জায়গা কিন্তু জনগণ একটি স্থায়ী কাঠামো তাই আপনারা গণভবনমুখী না হয়ে গণমুখী হবেন।
বাংলাদেশের বর্তমান অর্থব্যবস্থার দুর্গতি তুলে ধরে তিনি বলেন, বিগত সরকারের আমলে ১১ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। স্বাস্থ্য ক্ষাতের সাথে যারা জড়িত ছিল বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার ওপর তাদের নিজেদেরই আস্থা ছিল না। তাই তারা দেশের জনগণের টাকায় বিদেশে উন্নত রাষ্ট্রে চিকিৎসার জন্য যেত। আমরা এমন বৈষম্য আর চাই না। বাংলাদেশের কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষ যে সুবিধা পায় সরকারের সাথে জড়িত সকল সে সুবিধাই গ্রহণ করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফিসহ চট্টগ্রাম ও ঢাকা থেকে আগত ৫০ জনের একটি টিমসহ খাগড়াছড়ির নয়টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা