২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফেনীর শহীদ মিনারে ২০ বছর পর জামায়াতের বিশাল শোডাউন

ফেনীর শহীদ মিনারে ২০ বছর পর জামায়াতের বিশাল শোডাউন - ছবি : নয়া দিগন্ত

প্রায় ২০ বছর আগে ২০০৪ সালে ট্রাংক রোডের থানার সামনে মঞ্চ নির্মাণ করে বড় ধরনের সমাবেশ করেছিল জামায়াতে ইসলামী। ওই সমাবেশের প্রধান অতিথি ছিলেন তৎকালীন আমির ও সাবেক কৃষিমন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী।

এরপর ছোটখাট ঝটিকা মিছিল ছাড়া আওয়ামী লীগ সরকারের মেয়াদকালে সাড়ে ১৫ বছরের বেশি সময় ট্রাংক রোডে প্রকাশ্য উঠতে পারেনি জামায়াত নেতাকর্মীরা। গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর ট্রাংক রোড রীতিমত অবস্থান নিয়েছে তারা।

রোববার (৯ সেপ্টেম্বর) শহরের ট্রাংক রোডের শহীদ মিনারে পথসভার মধ্য দিয়ে বিশাল শো-ডাউন করে নিজেদের রাজনৈতিক শক্তির জানান দিয়েছে।

এই পথসভা রীতিমত বিশাল শোডাউনে রূপ নেয়। ভেন্যু হিসেবে পথসভার নির্ধারিত স্থান শহীদ মিনার আঙ্গিনায় হলেও দুপুরের পর থেকে ট্রাংক রোডের আশপাশের সড়ক নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়। দীর্ঘদিন পর প্রকাশ্য পথসভা জনসভায় পরিণত হয়।

বিশেষ করে ইসলামী ছাত্রশিবিরের সাবেক পাঁচজন কেন্দ্রীয় সভাপতির অংশগ্রহণে নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা দেয়। এদের মধ্যে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগর উত্তর সহকারী সেক্রেটারি ডা: মো: ফখরুদ্দিন মানিক, মহানগর দক্ষিণ সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসেন সাঈদী, মোবারক হোসেন অতিথি ছিলেন। এ সময় নারায়ে তাকবির, আল্লাহু আকবার শ্লোগানে মুখরিত হয় ট্রাংক রোড। সভার সাবেক কেন্দ্রীয় সভাপতিগণ যখন মঞ্চে উঠেন তখন উচ্ছ্বাসে বাড়তি মাত্রা যোগ হয়।

জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, জেলা নায়েবে আমির অধ্যাপক আবু ইউছুপ, ছাত্রশিবিরের শহর সভাপতি শরীফুল ইসলাম ও জেলা সভাপতি ইমাম হোসেন প্রমুখ।

জামায়াতের জেলা সেক্রেটারি মুফতি আবদুল হান্নান বলেন, দীর্ঘদিন পর শহীদ মিনারে সমাবেশ করতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া। স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়ায় ফেনীবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। অতীতে বাকরুদ্ধ করে রেখেছে তারা গণহত্যার দায়ে অভিযুক্ত হয়ে পলায়ন করেছে। গণহত্যার দায়ের তাদের বিচারের মুখোমুখি করা হবে।


আরো সংবাদ



premium cement