১৫ দিন পর বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ গেট
- রাঙ্গামাটি প্রতিনিধি
- ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৩৩
টানা ১৫ দিন কর্ণফুলী নদীতে পানি ছাড়ার পর রাঙ্গামাটির কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট সোমবার (৯ সেপ্টেম্বর) বন্ধ করা হয়েছে।
কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের জানান, কাপ্তাই হ্রদে পানির উচ্চতা কমে বিপৎসীমার নিচে চলে আসায় সোমবার থেকে সকাল থেকে বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট বন্ধ করে দেয়া হয়েছে।
তিনি জানান, গত ২৪ আগস্ট সন্ধ্যায় কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করায় ২৫ আগস্ট সকাল ৮টা থেকে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেয়া হয়েছিল। সেদিন কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি আঁছড়ে পড়েছিল। সেজন্য ভাটি অঞ্চলে জরুরি সর্তকবার্তা দেয়া হয়েছিল।
এ বছর কাপ্তাই হ্রদের পানি এত বেশি বেড়ে গিয়েছিল যে গত ৩ সেপ্টেম্বর স্পিলওয়ের ১৬টি গেট দিয়ে সর্বোচ্চ ৬০ ইঞ্চি করে পানি ছাড়া হয়েছিল। সেদিন কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ১০৮.৬৫ ফুট এমএসএল (মীন সি লেভেল)।
কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এম এস এল (মীন সি লেভেল)।
বর্তমানে কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি থাকায় কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্র থেকে পাঁচটি ইউনিটে দৈনিক সর্বোচ্চ ২১০ থেকে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা