আমিরাতে ছাদ ভেঙে পড়ে প্রবাসীর মৃত্যু
- কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
- ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৯
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আব্দুস সামাদ (৪৩) নামে এক প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে ছাদ ভেঙে পড়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
নিহত সামাদ কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কুরবানপুর এলাকার রফিক মিয়ার প্রথম ছেলে।
দুবাই প্রবাসী সাব্বির আহমদ সিপু জানান, সামাদ গত ২০ বছর থেকে সংযুক্ত আরব আমিরাতের ফজিরাতে থাকেন। সেখানে একটি কোম্পানির ওয়ার্কশপে ওয়েলডিংয়ের কাজ করতেন। প্রতিদিনের মতো রোববার সকালে ফজিরা এলাকায় দুই সহযোগীকে সাথে নিয়ে দোকানে কাজ করতে যান সামাদ। সেখানে দুপুর ২টার দিকে দোকানের পাশের বিল্ডিংয়ের নিচে তিনজন একসাথে দুপুরের খাবারের জন্য যান। এ সময় উপর থেকে নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদ ভেঙে পড়লে ঘটনাস্থলে পাকিস্তানের একজনের মৃত্যু হয়।
তিনি আরো বলেন, পরে পুলিশ গিয়ে তাদের হাসপাতালে নিয়ে যায়। সেখানে সামাদ ও তার সহযোগীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সূত্রটি আরো জানায়, নিহত তিনজনের মধ্যে দু’জন বাংলাদেশী। তাদের বাড়ি মৌলভীবাজার ও কুমিল্লায়। অন্যজন পাকিস্তানের। বর্তমানে এই প্রবাসীদের লাশ দুবাই ফজিরা এলাকায় কালভা নিউ হসপিটালে মর্গে রাখা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা