কক্সবাজারের ৪ থানার ওসি প্রত্যাহার
- আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)
- ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৪
প্রশাসনিক দায়িত্বে অবহেলার দায়ে কক্সবাজারের ঈদগাঁও থানাসহ চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
রোববার রাতে কক্সবাজার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহর স্বাক্ষরিত পৃথক আদেশে তাদের প্রত্যহার করা হয়।
প্রত্যাহার হওয়া ওসিদের মধ্যে রয়েছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুজ্জামান, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রন্জন চাকমা ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।
উল্লেখ্য, কক্সবাজার জেলায় পুলিশ সুপার হিসেবে মুহাম্মদ রহমত উল্লাহ যোগদান করার পরই চার থানার ওসিদের প্রত্যাহার করা হলো।
অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ বলেন, ‘প্রত্যাহার হওয়া চারজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ফলে চার থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগদান করবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা