পরাজিত শক্তি এখনো নানা রকম চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে : বুলবুল
- ফেনী অফিস
- ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪২
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী (দক্ষিণ) আমির ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল বলেছেন, পরাজিত শক্তি এখনো নানা রকম চক্রান্ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আওয়ামী পেতাত্মারা নানাবেশে দেশবিরোধী কর্মকাণ্ডের অপচেষ্টায় রয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে ফেনী শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে শহর জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বৈরাচারী সরকারকে হঠাতে ছাত্রজনতা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে। এখনো অনেকে চিকিৎসাধীন রয়েছেন, অনেকে পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। তাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
সবাইকে এই ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্রজনতার রক্তে অর্জিত বিপ্লব কিছুতেই ব্যর্থ হতে দেব না।
তিনি বলেন, জামায়াতে ইসলামী এদেশের মানুষকে মুক্ত করতে আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের অনেক নেতাকে বিচারের নামে প্রহসনের মাধ্যমে হত্যা করা হয়েছে। তবুও জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির আপস করেনি।
শহর আমির মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে ও জেলা জামায়াত নেতা আনম আবদুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী (দক্ষিণ) সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা: ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঞা, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, জেলা আমির এ কে এম শামসুদ্দিন, নায়েবে আমির অধ্যাপক আবু ইউসুফ, সেক্রেটারি মুফতি আবদুল হান্নান, ঢাকা মহানগরী মজলিশে শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, ছাত্রশিবির শহর শাখার সভাপতি শরীফুল ইসলাম ও জেলা সভাপতি ইমাম হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ পরশুরাম এলাকা পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণ করেন। পরে দাগন ভূঞা পৌর শহর ও সিলোনিয়া পৃথক পথসভা বক্তব্য রাখেন। এখানে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে উপহার তুলে দেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা আমির গাজী ছালেহ উদ্দিন, সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারি প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামী ঢাকা মহনগরী (দক্ষিণ) প্রতিনিধি দল স্থানীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে সাবেক আমির মকবুল আহমদের কবর জিয়ারত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা