পটিয়া সরকারি কলেজের অধ্যাপক ও অফিস সহকারীর বিরুদ্ধে মানববন্ধন
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩০
চট্টগ্রাম পটিয়া সরকারি কলেজের এক অধ্যাপক ও জনৈক অফিস সহকারীর বিরুদ্ধে যৌন হয়রানি ও ছাত্রীদের পর্দা নিয়ে কটাক্ষ এবং হেনস্তার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়া কলেজে গেইটের সামনে পটিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও মাদরাসার কয়েক শ’ শিক্ষার্থী।
মানববন্ধন শেষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াছ উদ্দিন আহামদের কাছে লিখিত অভিযোগ জমা দেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘পটিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক রিয়াজউদ্দিন আহমেদ শিক্ষক নামের একজন কুলাঙ্গার।
শিক্ষক রিয়াজ ও অফিস সহকারী উত্তম কুমার দাশ বিভিন্ন সময়ে আমাদের এবং বোনদের শারীরিক গঠন বোরাকা হিজাব নিয়ে অশ্লীল মন্তব্য করে আসছেন এবং যৌন উত্তেজনা প্রকাশ করতেন। শিক্ষক রিয়াজ মেয়ে শিক্ষর্থীদের গা ঘেঁষে বসে কথা বলতেন। ক্লাসে এবং পরীক্ষার হলে দায়িত্বপালন করার সময় অনেক অশালীন আচরণ করতেন যা ভাষায় প্রকাশযোগ্য না। মেয়ে শিক্ষর্থীদের বাড়িতে গিয়ে কৌশলে অভিভাবকদের সাথে কথা বলতেন।’
এতোদিন এই শিক্ষকের বিরুদ্ধে ভয়ে, লজ্জায় কোনো শিক্ষার্থী কথা না বললেও বর্তমান সময়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে সোচ্চার শিক্ষার্থীরা। তাই অবিলম্বে এ-ই কুলাঙ্গার শিক্ষক অফিস সহকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
যাতে করে এই প্রতিষ্ঠানসহ অন্যকোনো প্রতিষ্ঠানে আমাদের বোনরা যৌন হয়রানি, পর্দা নিয়ে বৈষম্য ও হেনস্তার স্বীকার না হয়।
এ বিষয়ে পটিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াছ উদ্দিন আহামদ বলেন, যৌন নিপীড়নের অভিযোগে বেশ কয়েকটি লিখিত অভিযোগ পেয়েছি। যা যথাযথ তদন্ত কমিটিকে হস্তান্তর করা হবে। তদন্তে অভিযুক্ত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে কতৃপক্ষ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা