নোয়াখালীতে ডায়রিয়ায় আক্রান্ত ২৫৪৯, মৃত্যু ২
- মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস
- ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩১
নোয়াখালীতে বন্যার্তদের মাঝে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। গত দুই সপ্তাহের মধ্যে দুই হাজার ৫৪৯ জন আক্রান্তের হিসেব পাওয়া গেছে। এ সময় সদর ও বেগমগঞ্জ উপজেলায় দু’জনের মৃত্যু হয়।
রোববার (৮ সেপ্টেম্বর) শুধু নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয় ২৬০ জন।
জানা গেছে, পানি নামতে শুরু করার পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত বেড়ে চলেছে। ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
এ দিকে জেলার আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিট ছাড়া ও মেঝেতে চিকিৎসা নিচ্ছে শত শত রোগী। নোয়াখালী সিভিল সার্জন সূত্রে জানা যায়, ২৩ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত জেলার আটটি উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে দুই ৫৪৯ জন রোগী। সদর ও বেগমগঞ্জে দুজনের মৃত্যু হয়।
উল্লেখ্য, ভারত থেকে ধেয়ে আসা ও ১১ দিনের টানা ভারীবর্ষণে বন্যার পানিতে তলিয়ে যাওয়া নোয়াখালীতে পানি নামছে ধীর গতিতে। এতে এখনো বানভাসীদের দুর্ভোগ থামছে না। এতে ডায়রিয়ায় ও জ্বরে আক্রান্ত হচ্ছে শত শত মানুষ। এ দিকে ই্উনিয়ন পর্যায়ের প্রধান সড়কগুলো এখনো পানির নিছে। কেউ বাঁশের সাকু দিয়ে কেউ নৌকাযোগে যাতায়াত করছে। পানিতে নিমজ্জিত অধিকাংশ ঘর থেকে পানি নেমে গেল ও বেশিরভাগ বাড়িতে এখনো পানির নিচে। এতে আশ্রয়কেন্দ্র থেকে অল্প মানুষ বাড়ি ফিরছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা