২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা - নয়া দিগন্ত

নোয়াখালীর চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা শাখা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে চাটখিল পৌরসভার শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, ‘বাংলাদেশের পরিবেশ-পরিস্থিতি পুরোটাই বদলে গেছে। দেশের সার্বিক অবস্থার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছে। যে কারণে মানুষের আশা আকাঙ্ক্ষাও বেড়েছে।’

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নিজের নামে এতগুলো মামলা থাকার পরেও তিনি প্রতিপক্ষকে ক্ষমা করে দেয়ার কথা বলেছেন। আমরা আপনাদের দোয়া ও ভালোবাসা চাই।’

প্রধান অতিথির বক্তব্যে জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সাইফুল্যাহ বলেন, ‘আমাদের ধর্ম ভিন্ন হলেও আমরা শারীরিক গঠনে এক। আমাদের এদেশে অভাব ছিল না। শাসনের নামে একদল আমাদের অধিকার হরণ করেছে, এদেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। এদেশে কল্যাণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা হোক এটাই আমাদের প্রত্যাশা। আমরা সবাই মিলেমিশে নতুন বাংলাদেশ গড়ব, ইনশাআল্লাহ।’

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমির ও চাটখিল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহিউদ্দীন হাসান বলেন, ‘আমাদের দু’জন মন্ত্রী ছিলেন। যাদের তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তাদের দ্বারা এদেশে দুই পয়সারও দুর্নীতি হয়নি। আমরা কখনো ধর্মের কারণে ভেদাভেদ করিনি। কোনো লুটেরার হাতে এদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চাই না।’

আলোচনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের শূরা কমিটির সদস্য মাওলানা সাইফুল্যাহ, উপজেলা জামায়াতের আমির ও চাটখিল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহিউদ্দীন হাসান, চাটখিল পৌরসভা জামায়াতের আমির আকতার হোসেন, চাটখিল পৌরসভা জামায়াতের নায়েবে আমির মাওলানা রাকিব উদ্দিন, চাটখিল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ণ চন্দ্র পাল, চাটখিল উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক দেবনাথ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উপজেলা সভাপতি রতন চন্দ্র মজুমদার প্রমুখ।


আরো সংবাদ



premium cement