১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

নোয়াখালীর বয়ারচর সংযোগ ব্রিজ ও বেড়িবাঁধ রক্ষায় মানববন্ধন

নোয়াখালীর বয়ারচর সংযোগ ব্রিজ ও বেড়িবাঁধ রক্ষায় মানববন্ধন - ছবি : নয়া দিগন্ত

নোয়াখালী সড়কের বয়ারচর সংযোগ ব্রিজঘাট ও বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বয়ারচর ও রামগতি দুই এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বয়ারচর সংযোগ ব্রিজঘাট এলাকায় মানববন্ধনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ ও এলাকাবাসী।

এ সময় বক্তরা বলেন, আমাদের বয়ারচরের সংযোগ ব্রিজটি রয়েছে নদীর শ্রোত পরিবর্তন হয়ে বিভিন্ন পাড় ভাঙন শুরু হয়েছে। এতে তলিয়ে গেছে অনেক বসতভিটা। এ মুহূর্তে ব্রিজটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যদি তা দ্রুত সংস্কার কারা না হয় তাহলে এই অঞ্চলের ৫০ হাজারের বেশি মানুষ রামগতি উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

স্থানীয়রা মানববন্ধন থেকে জানান, ব্রিজঘাটের পাশাপাশি বেড়িবাঁধ অতি দ্রুত সংরক্ষণ করা প্রয়োজন। বেড়িবাঁধ ভাঙনের কারণে কৃষি জমিতে লবণাক্ত পানি ঢুকে ফসলি জমি নষ্ট হচ্ছে। একইসাথে বাড়িঘরগুলো ভাঙন শুরু হয়েছে।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement