জামায়াত কখনো প্রতিহিংসার রাজনীতি করবে না : ডা. ফখরুদ্দিন মানিক
- দাগনভুঞা (ফেনী) সংবাদদাতা
- ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৮
বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো প্রতিহিংসার রাজনীতি করবে না বলে জানিয়েছেন সংগঠনটির মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি এবং শিবিবের সাবেক সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক।
তিনি শনিবার ফেনীর দাগনভুঞা উপজেলার উত্তর আলীপুরের নিজ গ্রামে বানবাসী মানুষের সহযোগিতায় খাদ্য উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
ডা. মানিক আরো বলেন, আমরা মন্ত্রী এমপি হয়ে গেছি। এটি ভাবার সুযোগ নাই। দেশের সকল নাগরিক সমান। কাউকে সংখ্যালঘু বলার সুযোগ নেই। প্রত্যেক নাগরিকের পাওনা হক বুঝিয়ে দেয়া হবে। অতীতে অনেকেই মাদরাসা দখল মসজিদ দখলসহ নানা দখলবাজিতে লিপ্ত ছিলেন। সেসব অন্যায়কারীকে আইনের আওতায় আনতে আইন প্রয়োগকারী সংস্থা কাজ করে যাচ্ছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে যাব। আমাদের কাজ হচ্ছে সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, সবাই মিলে মিশে থাকা। কুরআনের পথে আসা ছাড়া সমাজে শান্তি আসবে না। চা দোকানে বসে আড্ডা দিলে সমাজে শান্তি আসবে না। মসজিদভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা গেলে সমাজে শান্তির প্রতিষ্ঠা হবে। কুরআন ও মসজিদকে কেন্দ্র করে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তবে আল্লাহর রহমত আমাদের উপর অবারিত হয়ে যাবে। এ জন্য সবাইকে আল্লাহমুখী ও মসজিদমুখী হতে হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দাগনভুঞা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কামাল উদ্দিন, দাগনভুঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র নজির আহমদ, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল আমিনসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা