২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আ’লীগ স্বাধীনতার নামে ভারতের চেতনাকে কার্যকর করেছিল : জামায়াত নেতা শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান - নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, আওয়ামী লীগ স্বাধীনতার চেতনার নামে ভারতের চেতনাকে কার্যকর করেছে।
শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইপিজেড থানার উদ্যোগে নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ নামক ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় এনেছিলেন মঈনউদ্দিন-ফখরুদ্দিনরা। তারা জাতিকে কিছুই দিতে পারে নাই, ব্যাংকসহ অনেক কিছু লুটেপুটে খেয়েছে।

তিনি আরো বলেন, ২৮ অক্টোবর ২০০৬ সালে পল্টনে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে অরাজক পরিবেশ সৃষ্টি করেছিল। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারিতে দেশপ্রেমিক ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল। আওয়ামী লীগ বন্দর নিয়ন্ত্রণ করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছিল। তাদের ক্ষমতায় আসার উদ্দেশ্য দেশের উন্নয়ন নয়, পাশের দেশকে সুবিধা দেয়া। আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না, লুটপাটে বিশ্বাস করে। বাংলাদেশের দামাল ছেলেরা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। শেখ হাসিনা বলেছেন, যত গুলি করতে হয় কর, যত লাশ পড়ার পড়ুক, আমি গণভবন ছাড়ব না। কিন্তু দেশের সর্বস্তরের জনগণ ছাত্র-জনতার পক্ষে থাকায় খুনি স্বৈরাচারী শাসক ভারতে পালাতে বাধ্য হয়েছেন।

ইপিজেড থানা জামায়াতের আমির আবুল মোকাররমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমির সাবেক শাহজাহান চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।

বক্তব্য রাখেন- ইপিজেড থানার ভারপ্রাপ্ত সেক্রেটারি মুহাম্মদ হাবিবুর রহমান, জামায়াত নেতা ওসমান গণি, আবদুল্লাহ আল আরিফ, মুহাম্মদ হোসেন প্রমুখ।

প্রধান বক্তার বক্তব্যে মহানগরী আমির শাহজাহান চৌধুরী বলেন, আল্লাহ তায়ালা মুমিনের জান-মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তাই আমাদেরকে জেল-জুলুম ও জীবনের ভয়ে কুণ্ঠিত হলে চলবে না। বরং সকল প্রতিকূলতা উপেক্ষা করে দ্বীনকে বিজয়ী করার প্রচেষ্টা চালাতে হবে। কারণ, জীবন-মৃত্যুসহ সবকিছুই হয় আল্লাহর পক্ষ থেকে। এর ব্যতিক্রম চিন্তা করা অবশ্যই শিরক। তাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দ্বীন সম্পর্কে স্বচ্ছ ও সহীহ জ্ঞান অর্জন করতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

তিনি আরো বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের সাহসী হতে হবে। যার সাহস নেই, তার ঈমান দুর্বল। বিশ্বনবী সা: বিশ্বের সবচেয়ে সাহসী ব্যক্তি ছিলেন। তাই তার পক্ষে একটি সফল বিপ্লব সাধন সম্ভব হয়েছিল। তাই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হীনমন্য হলে চলবে না। বরং বীরত্ব, সাহসিকতা ও প্রজ্ঞার সাথে ময়দানে অকুতোভয় সৈনিক হিসেবে কাজ করতে হবে। তাহলেই দ্বীনের বিজয় অবশ্যম্ভাবী হয়ে ওঠবে।

পাহাড়তলী থানা জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার উদ্যোগে পৃথক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। থানা আমির মাহবুব আলীর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মুহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর সাবেক এমপি শাহজাহান চৌধুরী।


আরো সংবাদ



premium cement
ফিটনেসবিহীন যানবাহনের কারণে চ্যালেঞ্জের মুখে ট্রাফিক ব্যবস্থাপনা ২৪ ঘণ্টায়ও মহাসড়ক ছাড়েনি ডিইপিজেডের লেনী ফ্যাশনের শ্রমিকরা বুধবার সকালে ঢাকার বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ চীন সীমান্তের কাছে গুরুত্বপূর্ণ শহরের দখল নিল মিয়ানমারের বিদ্রোহীরা সুদানে গৃহযুদ্ধে নিহতের সংখ্যা আগের হিসাবকে বহুগুনে ছাড়িয়ে গেছে, বলছে গবেষণা চট্টগ্রামে আইনজীবী হত্যা : যৌথ বাহিনীর অভিযানে আটক ২০ শামীম ওসমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যার’ অভিযোগ নিহত আইনজীবীকে নিয়ে অপপ্রচার করছে ভারতীয় গণমাধ্যম : প্রেস উইং হিজবুল্লাহ-ইসরাইল অস্ত্র-বিরতি চুক্তি জয় দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করতে চায় টাইগ্রেসরা সহজ জয়ে সিরিজে সমতা পাকিস্তানের

সকল